Photography Contest

চার দিনের আলোকচিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা পঞ্চুরচকে, উদ্যোগে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব

সাংবাদিকতার পাশাপাশি জেলা তথা রাজ্যের আলোকচিত্রীদের উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন বলে জানাচ্ছে প্রেস ক্লাব। প্রতিযোগিতায় ভিন্‌রাজ্যের অনেকেও অংশ নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৭
Share:

এ বার ১২তম বর্ষে পা দিল পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।

এ বছর আবার আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করল পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব। শনিবার থেকে চার দিন ধরে চলবে প্রদর্শনী এবং প্রতিযোগিতার আসর। মেদিনীপুর শহরের পঞ্চুরচকে ওই আয়োজন হয়েছে। শনিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি। হাজির ছিলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর ষড়ঙ্গী, মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়, পুরপ্রধান সৌমেন খান প্রমুখ।

Advertisement

সাংবাদিকতার পাশাপাশি জেলা তথা রাজ্যের আলোকচিত্রীদের উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন বলে জানাচ্ছে প্রেস ক্লাব। রাজ্য তো বটেই, ভিন্‌রাজ্যের অনেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। অনুষ্ঠানের সাফল্য সেখানেই বলে মনে করছেন উদ্যোক্তারা।

সোমবার সকাল থেকেই ভিড় উপচে পড়ে প্রদর্শনী প্রাঙ্গণে। বিচারকদের বিচারে ‘সেরার সেরা’ হয়েছেন পশ্চিম মেদিনীপুরেরই বাসিন্দা তুষার গায়েন। তাঁর তোলা একটি ছবি বিশেষ প্রশংসা পেয়েছে। তা ছাড়া প্রকৃতি বিভাগের ছবিতে প্রথম হয়েছেন অনুরাগ চৌধুরী। তিনি গড়বেতার বাসিন্দা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন বেলদার বাসিন্দা অর্কচন্দ্র রায়। তৃতীয় হন অর্কপ্রভ মণ্ডল। আর একটি ছিল জীবন বিভাগ। সেই অংশের ফটোগ্রাফিতে প্রথম হয়েছেন রামগড়ের অনির্বাণ পাল, রামগড়, দ্বিতীয় পিংলার পুষেন্দু প্রধান এবং তৃতীয় মেদিনীপুর শহরের বাসিন্দা কৌশিকব্রত পাল। প্রেস ক্লাবের উদ্যোগে ওই অনুষ্ঠানের এটা ছিল ১২তম বর্ষ। প্রায় পাঁচশো ছবি জমা পড়েছিল। তার মধ্যে বাছাই করা ১৫০ ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement