Stabbing in Midnapore

রাতের অন্ধকারে এগরায় ঘরে ঢুকে ঘুমন্ত প্রৌঢ়াকে একের পর এক কোপ! হামলাকারী অধরা

কাজলমণির স্বামী এবং ছেলে মৎস্যজীবী। তাঁরা দু’জনেই সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন। কে, কেন এই কাণ্ড ঘটিয়েছেন, স্থানীয়েরা কিছুই জানেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০২
Share:

পঞ্চাশোর্ধ্ব এক মহিলাকে ছুরি মারার অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় পঞ্চাশোর্ধ্ব এক মহিলাকে ছুরি দিয়ে কোপ মারার অভিযোগ। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা রাজেন্দ্রচক গ্রামের। ওই মহিলাকে মঙ্গলবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজলমণি প্রামাণিক রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ১টা নাগাদ তাঁর চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। তাঁরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কাজলমণি। সে সময় বাড়িতে ছিলেন প্রৌঢ়ার পুত্রবধূ এবং নাতনি। কাজলমণির স্বামী এবং ছেলে মৎস্যজীবী। তাঁরা দু’জনেই সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন। কে, কেন এই কাণ্ড ঘটিয়েছেন, স্থানীয়েরা কিছুই জানেন না। আহত কাজলমণিও কিছু বলতে পারেননি। প্রৌঢ়ার শরীরে প্রায় সাত থেকে আট জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যায় কাজলমণি জানান, এক জন ঘরে ঢুকে তাঁকে হঠাৎই কোপাতে শুরু করেন। তিনি অন্ধকারে অভিযুক্তকে দেখতে পাননি বলে দাবি করেছেন। হামলার সঠিক কারণও বুঝে উঠতে পারছেন না। পুরো বিষয়টি নিয়ে এগরা থানায় মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছে কাজলমণির পরিবার। অভিযুক্ত এখনও অধরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement