সংসদে বিক্ষোভ

চুক্তি পুনর্নবীকরণের দাবিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন কাজ হারানো ১০ জন কর্মচারী।সংসদের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের সামনে এই কর্মসূচি চলছে। তাঁরা স্মারকলিপিও জমা দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০০:৩৭
Share:

চুক্তি পুনর্নবীকরণের দাবিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন কাজ হারানো ১০ জন কর্মচারী।

Advertisement

সংসদের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের সামনে এই কর্মসূচি চলছে। তাঁরা স্মারকলিপিও জমা দিয়েছেন। আন্দোলনরত কর্মচারীদের বক্তব্য, দাবিপূরণ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। সংসদের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তারা অবশ্য এ ব্যাপারে কিছু বলতে নারাজ।

মেদিনীপুর শহরের বিধাননগরের অদূরে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্র। বুধবার সকাল থেকে এই কেন্দ্রের সামনেই অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কাজ হারানো কর্মচারীরা। এই কর্মচারীরা ডিআরডব্যু অর্থাৎ ‘ডেলি রেটেড ওয়ার্কার’ ছিলেন। চুক্তির ভিত্তিতে নিযুক্ত ওই কর্মচারীরা দৈনিক মজুরি পেতেন। তাঁদের কেউ ৮ বছর, কেউ ১০ বছর ধরে কাজ করে আসছিলেন। গত অক্টোবর থেকে তাঁরা আর কাজ করেননি। গত সেপ্টেম্বর মাসে শেষ কাজ করেছেন। তারপর আর চুক্তি পুনর্নবীকরণ হয়নি। কাজ করতেও বারণ করা হয়। তখন থেকেই চুক্তি পুনর্নবীকরণের দাবি জানিয়ে আসছিলেন ওই ১০ জন কর্মচারী। তবে সেই দাবিপূরণ হয়নি। শেষমেশ অবস্থান-বিক্ষোভের সিদ্ধান্ত।

Advertisement

আন্দোলনরত কর্মচারীদের বক্তব্য, কোনও রকম নোটিস ছাড়াই তাঁদের ছাঁটাই করা হয়েছে। তাঁদের কাজ থেকে সরিয়ে দিয়ে এখন ঠিকাদারের মারফত লোক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। কাজ হারানো কর্মচারীরা জানান, দাবিপূরণ না- হলে তাঁরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই বৃহত্তর আন্দোলনে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন