সংস্কৃতি ফেরাতে মা-মেয়ের আলপনা

আলপনা নিয়ে আলোচনা এবং প্রশিক্ষণ দিতে নদিয়ার কৃষ্ণনগর থেকে এসেছিলেন গবেষক সংগ্রাহক এবং আলপনার প্রশিক্ষক বিধান বিশ্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৩
Share:

কর্মশালায় আঁকতে ব্যস্ত মা-মেয়ে। ছবি: পার্থপ্রতিম দাস।

গ্রাম বাংলার বিভিন্ন পুজো-পার্বণ, ব্রত, পরবের হারিয়ে যাওয়া আলপনাকে ফিরিয়ে আনতে অভিনব প্রশিক্ষণের কর্মশালা হয়ে গেল তমলুকের হারাধন প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার এই কর্মশালায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাদের অভিভাবক এবং শিক্ষিকারাও।

Advertisement

আলপনা নিয়ে আলোচনা এবং প্রশিক্ষণ দিতে নদিয়ার কৃষ্ণনগর থেকে এসেছিলেন গবেষক সংগ্রাহক এবং আলপনার প্রশিক্ষক বিধান বিশ্বাস। একটু মোটা ধরনের ছবি আঁকার কাগজের ওপর গোবর ও মাটির আস্তরণ লাগিয়ে তৈরি করা হয়েছিল মাটির দেওয়ালের মতো দেখতে বিশেষ ধরনের আলপনা আঁকার বোর্ড। এর সঙ্গে দেওয়া হয়েছিল খড়িমাটি ও আঠামিশ্রিত সাদা রঙ। কর্মশালায় পাশাপাশি বসে একমনে এ দিন আলপনা আঁকতে দেখা গিয়েছে মা-মেয়েকে।

প্রশিক্ষক বিধানবাবুর কথায়, “এই কর্মশালার মধ্যে দিয়ে আমাদের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতিকে জানার আগ্রহ তৈরি হবে ছাত্রছাত্রীদের। ভিন্ন ভিন্ন পুজো, ব্রত, পরবে আলপনা যে ভিন্ন হত, তার মধ্যে যে ভিন্ন ভিন্ন গল্প ফুটে উঠত তার সঙ্গে এখনকার ছেলেমেয়েদের পরিচয় করাতেই এই কর্মশালা।’’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্করব্রত পতি বলেন, ‘‘বিভিন্ন পুজো, পার্বণে ফিরে আসছে আলপনার চল। এখনকার ছেলেমেয়েরা যাতে সেই সংস্কৃতিকে তুলে ধরতে পারে সে জন্য গত বছর থেকে এই কর্মশালার আয়োজন হচ্ছে। এখন ছেলেমেয়েদের সঙ্গে অনেক অভিভাবকও কর্মশালায় আসছেন। ফলে একসঙ্গে শেখার মধ্যে দিয়ে সম্পর্কের বন্ধনও দৃঢ় হচ্ছে।’’ কর্মশালায় যোগ দেওয়া প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement