অসুস্থেরা দিঘা হাসপাতালে ভর্তি। — সোহম গুহ।
খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর অসুস্থ বেশ কয়েকটি শিশু ও মহিলা-সহ আরও ৪২জন। রামনগর-১ ব্লকের হলদিয়া গ্রাম পঞ্চায়েতের রানিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মলিন বেরা (৩৮)। অসুস্থরা দিঘা স্টেট জেনারেল, বড়রাঙ্কুয়া হাসপাতাল ও গোবরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিয়ার বাসিন্দা ভগবান বেরার মায়ের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান ছিল রবিবার। সে দিন নিমন্ত্রিতদের জন্য ছিল ভোজের আয়োজন। উদ্বৃত্ত খাবার সোমবার দুপুরেও খান বেরা পরিবারের সদস্য, আত্মীয় ও প্রতিবেশীরা। অভিযোগ, ওই রাতেই বমি ও পেটের গোলমাল দেখা দেয় তাঁদের। অবস্থা খারাপ হতে শুরু করলে তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকালে বড়রাঙ্কুয়া হাসপাতালে ভগবানবাবুর বড় ছেলে মলিন বেরার মৃত্যু হয়। রামনগর-১ ব্লকের জয়েন্ট বিডিও তপন বিশ্বাস জানান, “অসুস্থদের মধ্যে ১১জন শিশু ও ১৩জন মহিলা রয়েছেন। ৩৬জন দিঘা স্টেট জেনারেল হাসপাতাল, তিন জন বড়রাঙ্কুয়া হাসপাতাল ও তিনজন গোবরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।”
মঙ্গলবার দুপুরে রামনগরের বিডিও ঊর্মি দে বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার দিঘা হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজখবর নেন। দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার বিষ্ণুপদ বাগ জানিয়েছেন, “খাদ্য বিষক্রিয়ার ফলেই অসুস্থ হয়েছেন সকলে। দিঘা স্টেট জেনারেলে চিকিৎসাধীন ৩৬জনে প্রতি সতর্ক নজর রাখা হচ্ছে।”