অঙ্ক নিয়ে গবেষণা করতে চায় চন্দনা

ছোট থেকেই অঙ্ক প্রিয় বিষয়। উচ্চ মাধ্যমিকে চন্দনা বেরা অঙ্কে ৯০ পেয়েছে। ভবিষ্যতে অঙ্ক নিয়েই গবেষণা করতে চায় ভগবানপুর-২ ব্লকের উত্তর মহিষদা গ্রামের বাসিন্দা চন্দনা বেরা। পটাশপুরের নেকুড়শেনি হাইস্কুল থেকে সে এ বার উচ্চ মাধ্যমিকে ৪১৬ নম্বর পেয়েছে। গ্রামেরই একটি শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করেন চন্দনার বাবা অজিত বেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০০:১৯
Share:

চন্দনা বেরা। — নিজস্ব চিত্র।

ছোট থেকেই অঙ্ক প্রিয় বিষয়। উচ্চ মাধ্যমিকে চন্দনা বেরা অঙ্কে ৯০ পেয়েছে। ভবিষ্যতে অঙ্ক নিয়েই গবেষণা করতে চায় ভগবানপুর-২ ব্লকের উত্তর মহিষদা গ্রামের বাসিন্দা চন্দনা বেরা। পটাশপুরের নেকুড়শেনি হাইস্কুল থেকে সে এ বার উচ্চ মাধ্যমিকে ৪১৬ নম্বর পেয়েছে।
গ্রামেরই একটি শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করেন চন্দনার বাবা অজিত বেরা। অজিতবাবু বলেন, ‘‘মাসে উপার্জন বলতে ৫৪০০ টাকা। এই টাকায় স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে চার জনের সংসার চালাতেই হিমশিম খাই। কী ভাবে মেয়েকে পড়াব ভেবে পাচ্ছি না।’’ চন্দনা বলে, ‘‘ভবিষ্যতে অঙ্ক নিয়ে পড়তে চাই। তবে আমাদের পরিবারের যা অবস্থা, তা দিয়ে কত দূর যেতে পারব জানিনা।’’ নেকুড়শে নি হাইস্কুলের প্রধান শিক্ষক শক্তিপদ গিরি বলেন, ‘‘বাড়িতে আর্থিক সমস্যা থাকলেও চন্দনার সরলতা ও জেদই ওকে সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতে ওর শ্রীবৃদ্ধি কামনা করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement