Tutopia Smart Notes

প্রযুক্তির যুগে পড়ার চাপে ইতি! কঠিন চ্যাপ্টারের মুশকিল আসান করবে ‘স্মার্ট নোটস’

‘টিউটোপিয়া স্মার্ট নোটস’ মানেই সময়ের সঠিক ব্যবহার আর পড়ার বইয়ের ধারণার পরিষ্কার বোঝাপড়া।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১২:৪০
Share:

‘টিউটোপিয়া স্মার্ট নোটস’

আজকের দুনিয়ায় সবকিছুই স্মার্ট। দেখতে দেখতে ফোন হয়ে গেছে স্মার্টফোন, টিভি হয়ে গেছে স্মার্ট টিভি। তাহলে আপনার সন্তানের পড়াশোনা কেন এখনও পুরনো ধারায় আটকে থাকবে? এই প্রশ্নের একটাই উত্তর—‘টিউটোপিয়া স্মার্ট নোটস’।

‘টিউটোপিয়া স্মার্ট নোটস’ মানেই সময়ের সঠিক ব্যবহার আর পড়ার বইয়ের ধারণার পরিষ্কার বোঝাপড়া। এখানে পড়াশোনা মানে আর শুধুমাত্র বই মুখস্থ করা নয়, বরং স্মার্টভাবে শেখার অভ্যাস তৈরি হওয়া।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

মোটা মোটা বই, অপ্রয়োজনীয় লাইন আর গতানুগতিক ভাবে ব্যাখ্যার দিন শেষ। প্রিন্ট করা পাঠ্যক্রম আর তাতে দেওয়া কিউআর কোড স্ক্যান করলেই প্রতিটা অধ্যায়ের অ্যানিমেটেড ভিডিও টিউটোরিয়াল চোখের সামনে ফুটে উঠবে। যেহেতু প্রতিটা অধ্যায়ের পরিষ্কার ভিডিও ব্যাখ্যা দেওয়া আছে, তাই মোটা মোটা বই দেখে আর আঁতকে ওঠার ভয় নেই। ‘টিউটোপিয়া স্মার্ট নোটস’-এর প্রতিটা পাতায় রয়েছে প্রয়োজনীয় ধারণার সারাংশ। যা দরকার ঠিক সেটুকুই, সহজ ও গোছান ভাষায়—যাতে পড়তে পড়তেই মাথায় বসে যায়। কঠিন বিষয়গুলো আর কল্পনায় ভাবতে হবে না—অ্যানিমেশনের মাধ্যমে চোখের সামনে পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাবে পুরো অধ্যায়ের সমগ্র ধারণা।

ফলে পড়াশোনা আর চাপ তৈরি করবে না, কম সময়ে সিলেবাস শেষ হবে, দ্বিধা কমবে এবং আত্মবিশ্বাস বাড়বে। একবার ধারণা পরিষ্কার হলে, রিভিশন হয়ে যায় দ্রুত আর সহজ।

আজকের প্রতিযোগিতামূলক সময়ে শুধু বেশি পড়া নয়, দরকার স্মার্টভাবে পড়া। ‘টিউটোপিয়া স্মার্ট নোটস’ সেই স্মার্ট পথটাই দেখায়—যেখানে সময় নষ্ট নয়, আছে সহজ ভাবে শেখা আর দারুণ প্রস্তুতি।

আপনার সন্তান যখন স্মার্ট ডিভাইসে অভ্যস্ত, তখন পড়াশোনাও হোক স্মার্ট, উন্নত এবং অতুলনীয়।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘টিউটোপিয়া’—র সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন