আন্তর্জাতিক আলোক বর্ষ উপলক্ষে স্কুল পড়ুয়াদের আলোর বিভিন্ন ধর্ম নিয়ে হাতেকলমে শেখানো ও আলোচনাসভার আয়োজন হল খড়্গপুর ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনে। মেদিনীপুর সায়েন্স সেন্টার ও মেদিনীপুর কলেজের বিজ্ঞান গবেষণাকেন্দ্রের যৌথ পরিচালনায় বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে শহরের কয়েকটি স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা যোগ দেয়। আলোক বিজ্ঞানের জনক আল হাজেনের স্মরণে রাষ্ট্রসঙ্ঘ চলতি বছরটিকে আন্তর্জাতিক আলোক বর্ষ হিসেবে ঘোষণা করেছে।