এগরায় বৈঠক

সারা দেশের সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প ‘ইন্দ্রধনুষ’ পালিত হবে পূর্ব মেদিনীপুর জেলাতেও। এই বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার সমস্ত মহকুমাশাসক, মহকুমা আধিকারিক, পুরসভা, ব্লকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য।

Advertisement
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০১:২২
Share:

সারা দেশের সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প ‘ইন্দ্রধনুষ’ পালিত হবে পূর্ব মেদিনীপুর জেলাতেও। এই বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার সমস্ত মহকুমাশাসক, মহকুমা আধিকারিক, পুরসভা, ব্লকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য। জানা গিয়েছে, ৭ অক্টোবর থেকে জেলা জুড়ে টিকাকরণ স্বাস্থ্য প্রকল্পের সূচনা হবে। এমনিতে কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্পের আওতায় শিশু ও গর্ভবতীদের বিনামূল্যে টিকা দেওয়া হয়। কিন্তু বিভিন্ন রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি পালনের হার ৫০ শতাংশেরও নীচে। টিকাকরণ ১০০ শতাংশ করতেই ‘ইন্দ্রধনুষ’ নামে এই প্রকল্পের সূচনা হচ্ছে সারা দেশে। তারই অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আগামী চারমাস পালিত হবে এই কর্মসূচি। অন্তরা আচার্য জানান, ‘‘প্রতি মাসের ৭ থেকে ১৪ তারিখ পর্যন্ত পালিত হবে এই কর্মসূচি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement