কলেজের অনুষ্ঠানে শ্রীনু

দিন কয়েক আগে মেদিনীপুরে তৃণমূলের লেবার সেলের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শ্রীনু নায়ডু। খড়্গপুরে শ্রীনু রেল মাফিয়া হিসেবেই পরিচিত। ঘটনায় শাসকদলের সমালোচনায় সরব হয় বিরোধীরা। মঙ্গলবার ফের খড়্গপুর কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও কর্মীদের সঙ্গে দর্শকাসনের প্রথম সারিতে বসে থাকতে দেখা গেল শ্রীনুকে।

Advertisement
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ০০:৫৮
Share:

খড়্গপুর কলেজে শ্রীনু।

দিন কয়েক আগে মেদিনীপুরে তৃণমূলের লেবার সেলের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শ্রীনু নায়ডু। খড়্গপুরে শ্রীনু রেল মাফিয়া হিসেবেই পরিচিত। ঘটনায় শাসকদলের সমালোচনায় সরব হয় বিরোধীরা। মঙ্গলবার ফের খড়্গপুর কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও কর্মীদের সঙ্গে দর্শকাসনের প্রথম সারিতে বসে থাকতে দেখা গেল শ্রীনুকে। গত বছরেই কলেজের তৃণমূল ছাত্র পরিচালিত ছাত্র সংসদ ভেঙে দেওয়া হয়। ভোট না হওয়ায় এখনও নতুন ছাত্র সংসদ গঠন হয়নি। সেই কারণেই এ বছর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই আয়োজন করা হয়। কলেজের টিচার ইন-চার্জ বলেন কৌশিক ঘোষ বলেন, “উনি অনুষ্ঠানে এসেছেন বলে শুনেছি। তাঁকে আমরা কেউ আমন্ত্রণ জানাইনি।’’ তাঁর কথায়, ‘‘ছাত্রদেরই অতিথিদের আমন্ত্রণপত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। কোনও ভাবে শ্রীনু নায়ডুর কাছে আমন্ত্রণ পৌঁছেছে বলেই মনে হচ্ছে। বিষয়টি দেখছি।” শ্রীনু অবশ্য বলছেন, ‘‘ছাত্ররাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তাই গিয়েছিলাম।” কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ বলেন, “কলেজের অনুষ্ঠানে সকলেই আসতে পারেন। কাকে, কেন আমন্ত্রণ জানানো হয়েছিল সেটা খতিয়ে দেখব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement