বাইক চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি এগরা শহরের অলুঁয়া এলাকার। পুলিশ জানিয়েছে সঞ্জয় পাড়ি ওরফে সন্তোষ ওরফে সিনটুকে পটাশপুরের বাঙ্গুচকমোড় গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। ৫ এপ্রিল স্থানীয় গোপাল মান্নার অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ।