গণনায় ত্রুটি সংশোধন, সবংয়ে এগিয়ে মানসই

ভোটগণনার পর কম্পিউটারে তথ্য নথিভুক্তির সময় ত্রুটির জেরেই সবং বিধানসভা এলাকায় পিছিয়ে পড়েছিলেন কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া। মঙ্গলবার সেই ত্রুটি শুধরে নির্বাচন কমিশনে বিস্তারিত তথ্য পাঠালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সুশান্ত চক্রবর্তী। তিনি জানান, ভোটগণনা ঠিকই হয়েছিল। কিন্তু কম্পিউটারে তথ্য নথিভুক্তির সময় কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়ার ২০০টি ভোট যোগ করা হয়নি। সুশান্তবাবু বলেন, “ওই ভুল শুধরে নেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনে জানিয়েও দিয়েছি।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সবং শেষ আপডেট: ২১ মে ২০১৪ ০০:১৭
Share:

ভোটগণনার পর কম্পিউটারে তথ্য নথিভুক্তির সময় ত্রুটির জেরেই সবং বিধানসভা এলাকায় পিছিয়ে পড়েছিলেন কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া। মঙ্গলবার সেই ত্রুটি শুধরে নির্বাচন কমিশনে বিস্তারিত তথ্য পাঠালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সুশান্ত চক্রবর্তী। তিনি জানান, ভোটগণনা ঠিকই হয়েছিল। কিন্তু কম্পিউটারে তথ্য নথিভুক্তির সময় কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়ার ২০০টি ভোট যোগ করা হয়নি। সুশান্তবাবু বলেন, “ওই ভুল শুধরে নেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনে জানিয়েও দিয়েছি।”

Advertisement

এর ফলে, এর ফলে সবং বিধানসভায় মানসবাবুর প্রাপ্ত ভোট ১,২২,৯২৪ থেকে বেড়ে দাঁড়াল ১,২৩,১২৪। বাম প্রার্থী সন্তোষ রাণার থেকে ১৩২ ভোটে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী। প্রাথমিক হিসেবে সন্তোষবাবু ৬৮ ভোটে সবং থেকে লিড পেয়েছিলেন। ঘাটাল কেন্দ্রের ফলে এর কোনও প্রভাব পড়ছে না। এই কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। তবে নতুন হিসেবে নিজের খাসতালুক সবংয়ে এগিয়েই রইলেন মানসবাবু। সোমবারই কংগ্রেসের তরফে এই ত্রুটির কথা জানিয়ে তা সংশোধনের দাবি করা হয়েছিল। ত্রুটি ছিল সবংয়ের আদাসিমলা প্রাথমিক বিদ্যালয়ের ৮৩ নম্বর বুথের একটি টেবিলের গণনায়।

সবংয়ের ভূমিপুত্র মানসবাবু বরাবর এই বিধানসভা থেকেই জিতেছেন। ফলে, এ বারের লোকসভা ভোটে সবং থেকে লিড পাওয়া ছিল তাঁর সম্মানের প্রশ্ন। অবশেষে তা হওয়ায় মানসবাবু খুশি। তিনি বলেন, “ত্রুটি ছোট হলেও ভোটকর্মীদের ভুলে এ ক’দিন আমাকে অসম্মানের মধ্যে কাটাতে হয়েছে। সেই সম্মান ফিরে পাওয়ায় সবংবাসীর কাছে আমি কৃতজ্ঞ।” জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া জানান, সন্ত্রাসের মধ্যে ভোটেও মানসবাবু খাসতালুকে এগিয়ে থাকায় তাঁরা খুশি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন