ঘাটালে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, জখম দু’পক্ষের ৮

দলীয় পতাকা টাঙানোয় সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে ঘাটাল থানার শোলাগেড়িয়া গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাধে। সংঘর্ষের জেরে উভয় পক্ষের ৮ জন আহত হন। আহতদের মধ্যে তিন জনকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’দলের পক্ষ থেকেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ০০:৩৪
Share:

দলীয় পতাকা টাঙানোয় সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে ঘাটাল থানার শোলাগেড়িয়া গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাধে। সংঘর্ষের জেরে উভয় পক্ষের ৮ জন আহত হন। আহতদের মধ্যে তিন জনকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’দলের পক্ষ থেকেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

সিপিএমের অভিযোগ, শনিবার বিকেলে শোলাগেড়িয়ায় সিপিএম কর্মীরা দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। তৃণমূল পতাকা টাঙাতে সিপিএম কর্মীদের বাধা দেয়। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক সাঁতরার অভিযোগ, “এলাকায় দলীয় পতাকা টাঙানোর অপরাধেই তৃণমূলের লোকজন দলীয় কর্মীদের মারধর করে। মহিলারাও মারধরের হাত থেকে বাদ পড়েননি।” দলের স্থানীয় লোকাল কমিটির সম্পাদক আবদুস সামাদের অভিযোগ, “ঘটনার পরই তৃণমূলের দুষ্কৃতীরা আমার বাড়ি ভাঙচুর করে। আমার বাড়ি ও ভাইয়ের দোকানে ওঁরা লুঠপাটও চালায়। ওঁদের বাধা দিতে গেলে আমার স্ত্রী এবং অন্য মহিলাদের মারধর করা হয়।” তাঁর আরও অভিযোগ, “ওই ঘটনার পরই তৃণমূলের সশস্ত্র বাহিনী স্থানীয় দলীয় কর্মীদের মারধর শুরু করে। তৃণমূল কর্মীরা এলাকায় কেউ সিপিএম করলে সবাইকে গ্রাম ছাড়া করে দেওয়া হবে বলে মিছিলও করে।” তৃণমূলের ঘাটাল ব্লকের সাধারণ সম্পাদক বিকাশ কর বলেন, “শনিবার ওই এলাকায় দলের মিছিল ছিল। আচমকাই সিপিএমের বাহিনী মিছিলে হামলা চালায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement