ছাত্রীদের পুনর্মিলন

মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের বিসিএ বিভাগের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলন উত্‌সব হল রবিবার। এ বারই প্রথম বর্ষ। ছিলেন খড়্গপুর আইআইটির অধ্যাপক মানস লাহা, কলেজের অধ্যক্ষা জয়শ্রী লাহা, কলেজের পরিচালন সমিতির সভাপতি তারাপদ পাল প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ০১:২৩
Share:

মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের বিসিএ বিভাগের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলন উত্‌সব হল রবিবার। এ বারই প্রথম বর্ষ। ছিলেন খড়্গপুর আইআইটির অধ্যাপক মানস লাহা, কলেজের অধ্যক্ষা জয়শ্রী লাহা, কলেজের পরিচালন সমিতির সভাপতি তারাপদ পাল প্রমুখ। কলেজের সভাঘরেই এই উত্‌সবের আয়োজন করা হয়। প্রাক্তন ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন। পুনর্মিলন উত্‌সবের নাম দেওয়া হয়েছিল, ‘আবার আসিবো ফিরে’। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন। জানিয়ে দেন, আজকের দিনে প্রাক্তনীদের এ ভাবে এক জায়গায় আসাটা জরুরি। এরফলে, নতুনদের সঙ্গে পুরনোদের অভিজ্ঞতার আদানপ্রদান সম্ভব। বক্তব্য রাখতে গিয়ে কম্পিউটার শেখার পাশাপাশি ইংরেজি শেখার দিকটি নিয়েও আলোকপাত করেন আইআইটির অধ্যাপক মানসবাবু। তাঁর মতে, আজকের দিনে ভাল ভাবে ইংরেজি শেখা থাকলে সহজে উত্তরণের পথ মেলে। নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement