টুকরো খবর

অবশেষে পাস কোর্সে ছাত্র ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিলেন মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ। তবে আসন সংখ্যা ১০০টি। শনিবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। উচ্চমাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর পেলেই পাস কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। কলেজের অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ বলেন, “পাস কোর্সের ১০০টি আসনে ছাত্র ভর্তি নেওয়া হবে।”

Advertisement
শেষ আপডেট: ১৬ জুন ২০১৪ ০১:০৮
Share:

অবশেষে পাস কোর্সে ভর্তি

Advertisement

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

অবশেষে পাস কোর্সে ছাত্র ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিলেন মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ। তবে আসন সংখ্যা ১০০টি। শনিবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। উচ্চমাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর পেলেই পাস কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। কলেজের অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ বলেন, “পাস কোর্সের ১০০টি আসনে ছাত্র ভর্তি নেওয়া হবে।” বস্তুত, চলতি শিক্ষাবর্ষ থেকে পরবর্তী ছ’বছরের জন্য এই কলেজকে স্বশাসিত কলেজের অনুমোদন দিয়েছে ইউজিসি। এই পরিস্থিতিতে কলেজে আর পাস কোর্স চালু না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় সব ছাত্র সংগঠন। ছাত্র সংগঠনগুলোর বক্তব্য ছিল, পাস কোর্স চালু না রাখলে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী সমস্যায় পড়বে। বেশি করে যাঁরা শহর এবং শহরতলির বাসিন্দা। কলেজ সূত্রে খবর, এ বার থেকে পাস কোর্সেও সেমিস্টারে পরীক্ষা হবে। ছাত্রছাত্রীদের নূন্যতম ৭৫ শতাংশ হাজিরা থাকতে হবে।

Advertisement

বড় পর্দায় ফুটবল শহরেও

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

বিশ্বকাপ ফুটবলের তিনটি খেলা অরবিন্দ স্টেডিয়ামে বড় স্ক্রিনে দেখানোর সিদ্ধান্ত নিল মেদিনীপুর মহকুমা (সদর) ক্রীড়া সংস্থা। তিনটি খেলার মধ্যে দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল। শনিবার মেদিনীপুরে মহকুমা ক্রীড়া সংস্থার বৈঠক হয়। ছিলেন সংস্থার সভাপতি তথা মহকুমাশাসক অমিতাভ দত্ত, যুগ্ম সম্পাদক সঞ্জীত তোরই প্রমুখ। সেখানেই রাজ্য সরকারের অর্থে খেলা দেখানোর সিদ্ধান্ত হয়। প্রয়োজনীয় অর্থের সংস্থান হলে ব্লক সদরেও এই খেলা দেখানো হবে।

মেদিনীপুর কলেজে পাসে আসন একশো

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

অবশেষে পাস কোর্সে ছাত্র ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিলেন মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ। তবে আসন সংখ্যা ১০০টি। শনিবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। উচ্চমাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর পেলেই পাস কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। কলেজের অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ বলেন, “পাস কোর্সের ১০০টি আসনে ছাত্র ভর্তি নেওয়া হবে।” বস্তুত, চলতি শিক্ষাবর্ষ থেকে পরবর্তী ছ’বছরের জন্য এই কলেজকে স্বশাসিত কলেজের অনুমোদন দিয়েছে ইউজিসি। এই পরিস্থিতিতে কলেজে আর পাস কোর্স চালু না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় সব ছাত্র সংগঠন। ছাত্র সংগঠনগুলোর বক্তব্য ছিল, পাস কোর্স চালু না রাখলে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী সমস্যায় পড়বে। বেশি করে যাঁরা শহর এবং শহরতলির বাসিন্দা। কলেজ সূত্রে খবর, এ বার থেকে পাস কোর্সেও সেমিস্টারে পরীক্ষা হবে। ছাত্রছাত্রীদের নূন্যতম ৭৫ শতাংশ হাজিরা থাকতে হবে।

পুলিশি নিষ্ক্রিয়তায় প্রতিবাদে সরব তৃণমূল

ব্যবসায়ী সমিতি, বিজেপির পর এ বার তৃণমূল। ব্যবসায়ী খুনের তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়ে রবিবার খড়্গপুরের ইন্দার গ্রামীণ থানায় ঢুকে বিক্ষোভ দেখাল তৃণমূল সমর্থকরা। সঙ্গে ছিলেন নিহত ব্যবসায়ীর পরিজনরাও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ জুন দোকানে গিয়েছিলেন স্বপন সেন। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফেরেননি। ১২ জুন খড়্গপুর গ্রামীণের শিরষির রাস্তার ধার থেকে উদ্ধার হয় এই ব্যবসায়ীর দেহ। পুলিশ প্রাথমিকভাবে পথ দুর্ঘটনায় মৃত্যুর কথা বললেও মৃতদেহে ক্ষতের চিহ্ন দেখে মৃতের পরিবার পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছিল। নিহত স্বপনবাবু সম্পর্কে খড়্গপুর পুরসভার বিরোধী দলনেতা তুষার চৌধুরীর শ্যালক হওয়ায় এলাকায় শুরু হয় চাপান-উতোর। ইতিমধ্যে খড়্গপুর শহর ও গ্রামীণে বেশ কয়েকটি খুন, ছিনতাই, মোটরসাইকেল চুরির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক দল।

এসইউসির ডেপুটেশন

দিঘা-সাঁতরাগাছির পরিবর্তে দিঘা-হাওড়া পর্যন্ত লোকাল ট্রেন চালানো-সহ একাধিক দাবিতে শনিবার দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী রাধাশ্যামের কাছে ডেপুটেশন দিল এসইউসি। শনিবার এসইউসির কাঁথি লোকাল কমিটি ও দিঘা সাঁতরাগাছি রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওই কর্মসূচি নেওয়া হয়। দাবিগুলি হল দিঘা-হাওড়া পাঁচ জোড়া লোকাল ট্রেন চালু, দিঘা-সাঁতরাগাছি লোকাল ট্রেনকে হাওড়া পর্যন্ত চালানো, ৯ বগির পরিবর্তে ১২ বগির ইএমইউ চালু করা, স্টেশনের শৌচাগারগুলিতে আলো ও জলের ব্যবস্থা করা ইত্যাদি। কর্মসূচির নেতৃত্ব দেন অপূর্ব পাল, রফিকুল ইসলাম, হারেস খান প্রমুখ। অন্য দিকে, দিঘা-সাঁতরাগাছি রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জেনারেল ম্যানেজারের কাছে একগুচ্ছ দাবি জানানো হয়। নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি কালিপদ মাইতি, সম্পাদক বাপ্পাদিত্য নায়ক, সুকুমার দাস প্রমুখ।

সমুদ্রস্নানে নেমে মৃত্যু

দিঘায় সমুদ্রস্নানে নেমে মৃত্যু হল হুগলির এক যুবকের। মৃত প্রসেনজিৎ চক্রবর্তীর (২৩) বাড়ি ডানকুনিতে। প্রসেনজিৎ সোদপুরের একটি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের সঙ্গে গত ১২ জুন দিঘায় বেড়াতে আসেন প্রসেনজিৎ। শনিবার দুপুর ২টো নাগাদ পরিবারের অন্যদের সঙ্গে নিউদিঘার ক্ষণিকাঘাটে সমুদ্রস্নানে নামেন। স্নানের সময়ে স্রোতের টানে আচমকাই ভেসে যান তিনি। পরে নুলিয়ারা তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের মৃত বলে জানায়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

ধর্ষণের নালিশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের তমলুকের এই ঘটনায় ধৃতের নাম অভিজিৎ ধাড়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী পেশায় রিক্সা চালক। শুক্রবার বিকেলে তিনি কাজে বেরিয়ে যাওয়ার পর ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যায় গ্রামের বাসিন্দা অভিজিৎ ধাড়া বাড়ির মধ্যে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার ওই গৃহবধূ তমলুক থানায় অভিজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

ঘুর্ণিঝড়ে ক্ষতি

ক্ষণিকের ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হল একই গ্রামের প্রায় ২০টি বাড়ি। রবিবার ঘটনাটি ঘটেছে খড়্গপুর ১ ব্লকের জফলা এলাকায়। এ দিন ওই গ্রামে বেলা ৩টে নাগাদ দমকা হাওয়ায় একের পর এক বিদ্যুতের খুঁটি পড়ে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ওই এলাকা। ঝড়ের গতি বাড়তে থাকলে মাটির বাড়ি ভেঙে, বাড়ির টিনের চাল উড়ে গিয়ে চাঞ্চল্য ছড়ায়। বেশ কিছু পাকা বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঝড় থামলে এলাকায় পৌঁছন পঞ্চায়েত প্রতিনিধিরা। বৈঠক সেরে এলাকায় গিয়েছিলেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোত ঘোষ, ব্লক যুব সভাপতি দেবাশিস হাজরা, বুথ সভাপতি অশোক শাসমল প্রমুখ।

আত্মঘাতী বাবা-মেয়ে

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন বাবা ও মেয়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় দিঘা থানার খাদাল গোবরা গ্রামে। মৃতদের নাম শঙ্কর সামন্ত (৫২) ও কবিতা সামন্ত (১৯)। পুলিশ ও স্থানীয়ের অনুমান, পারিবারিক অশান্তির জেরে কান্ডারি এক্সপ্রেসের সামনে শনিবার সন্ধ্যায় ঝাঁপ দেন শঙ্কর সামন্ত। এর কিছুক্ষণ পরেই শঙ্করবাবুর বাড়িতে মেয়ে কবিতাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। স্থানীদের দাবি, বাবার মৃত্যুর খবরেই আত্মঘাতী হয়েছে মেয়ে কবিতা। শনিবার সকাল থেকেই শঙ্করবাবুর বাড়িতে ব্যাপক অশান্তি ও ঝগড়াঝাঁটিও হয়েছিল বলে স্থানীয়েরা পুলিশকে জানিয়েছেন। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বেলদায় বাস উল্টে জখম ৩০ যাত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ওড়িশাগামী বাস। শনিবার রাতে বেলদার ৬০নম্বর জাতীয় সড়কের শ্যামপুরার এই ঘটনায় জখম হয়েছেন ৩০ জন যাত্রী। এ মধ্যে ১৭ জনকে প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় এর মধ্যে পাঁচজনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে কলকাতা থেকে রওনা হয়ে ওই বাসটি ওড়িশার বারিতে যাচ্ছিল। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে যাওয়ার সময় বেলদার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারেই উল্টে যায়।

অঙ্কন প্রতিযোগিতা

ছুটির দিনে স্কুল পড়ুয়াদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল বয়স্কদের প্রাতঃভ্রমণের সংগঠন ‘প্রভাতি সঙ্ঘ’। রবিবার খড়্গপুর সুভাষপল্লি জনকল্যাণ বিদ্যায়তনে ওই অনুষ্ঠান হয়। এ দিন তিনটি বিভাগে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠানটি হয়। প্রতিযোগিতায় ৮০ জন স্কুল পড়ুয়া যোগ দিয়েছিল। ছিলেন নন্দদুলাল রায়চৌধুরী, তপন পাল, রথীন্দ্রনাথ চক্রবর্র্তী প্রমুখ।

কুড়মি মহাসম্মেলন

গত শনিবার সর্বভারতীয় কুড়মি সমাজের উদ্যোগে ঝাড়গ্রামের গড় শালবনি অঞ্চলের শিরষিতে ‘আদিবাসী কুড়মি মহাসম্মেলন ও কুড়মি মেলা’ হল। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড থেকে কুড়মি সম্প্রদায়ের বিশিষ্টজনেরা এসেছিলেন। কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্ত করার দাবি হয়। কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি, প্রাথমিক স্তর থেকে কুড়মালি ভাষায় পঠন পাঠনের দাবি করা হয়।

কৃতীদের সংবর্ধনা

‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের উদ্বোধন হল শালবনির পিড়াকাটায়। শনিবার এই উপলক্ষে অনুষ্ঠানে ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, শ্রীকান্ত মাহাতো, নেপাল সিংহ প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement