টেট নিয়ে ভিডিও সম্মেলন হল মঙ্গলবার। যোগ দেন জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নারায়ণ পড়িয়া। উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শকেরাও। কী ভাবে টেটের পুরনো প্রশ্নপত্র ফেরানো হবে, নতুন প্রশ্নপত্র কী ভাবে নিয়ে আসা হবে, কোথায় তা রাখা হবে, পরীক্ষার দিন যানজট মোকাবিলায় কী করা হবে, এই নিয়েই আলোচনা হয়। গতবার টেট পরীক্ষার দিন চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিয়েছিল জেলার সর্বত্র। এ বার যাতে তেমন না হয় সে জন্য রাজ্য থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে আগাম পরিকল্পনা নিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।