তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ৮

জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হল কোলাঘাট থানার ধর্মবেড় গ্রাম। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় উভয় পক্ষের তিন মহিলা-সহ মোট ৮ জন আহত হন। আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, এ দিন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ সামন্ত, তাঁর স্ত্রী এবং গণেশের দুই ভাই কার্তিক ও রমেশকে মারধর করে স্থানীয় বিজেপি সমর্থক সনাতনের পক্ষের কয়েকজন গ্রামবাসী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০০:৫৮
Share:

জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হল কোলাঘাট থানার ধর্মবেড় গ্রাম। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় উভয় পক্ষের তিন মহিলা-সহ মোট ৮ জন আহত হন। আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, এ দিন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ সামন্ত, তাঁর স্ত্রী এবং গণেশের দুই ভাই কার্তিক ও রমেশকে মারধর করে স্থানীয় বিজেপি সমর্থক সনাতনের পক্ষের কয়েকজন গ্রামবাসী। পাল্টা হিসেবে তৃণমূল সমর্থকরাও সনাতনের বাড়িতে চড়াও হয়ে সনাতনের স্ত্রী ঝর্ণা সামন্ত, প্রতিবেশী দীপক সামন্ত ও কাশীনাথ সামন্তকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় একটি ক্লাবেও ভাঙচুর করা হয়। কোলাঘাটের বিজেপি নেতা উজ্জ্বল ভট্টাচার্যের অভিযোগ, “ধর্মবেড় গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এ দিন দলের সমর্থকরা বিজেপি সমর্থক পরিবারের উপর আক্রমণ চালিয়েছে। সনাতনের দোকান পুড়িয়ে দেওয়ারও হুমকি দিচ্ছে তৃণমূল কর্মীরা।” যদিও তৃণমূলের পুলশিটা অঞ্চল কার্যকরী সভাপতি চিত্তরঞ্জন বেরার পাল্টা অভিযোগ, “এ দিন প্রথমে পঞ্চায়েত সদস্য গণেশ সামন্তের ভাইকে আক্রমণ করেছিল সনাতনের বাড়িতে জড়ো হওয়া বেশকিছু লোকজন। দলের সমর্থকরা ঘটনার প্রতিবাদ করায় দু’পক্ষের গোলমাল বাধে।” ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন