পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার গোয়ালতোড়ে

উদ্ধার হল একটি পূর্ণ বয়স্ক পুরুষ হাতির মৃতদেহ। সোমবার সকালে গোয়ালতোড়ের নোহারি সংলগ্ন ঢেকিনেজা গ্রামে হাতির মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা আসেন ঘটনাস্থলে। রূপনারায়ণ বিভাগের ডিএফও অর্ণব সেনগুপ্ত বলেন, “মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। তবে প্রাথমিকভাবে শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬ ০০:১০
Share:

উদ্ধার হল একটি পূর্ণ বয়স্ক পুরুষ হাতির মৃতদেহ। সোমবার সকালে গোয়ালতোড়ের নোহারি সংলগ্ন ঢেকিনেজা গ্রামে হাতির মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা আসেন ঘটনাস্থলে। রূপনারায়ণ বিভাগের ডিএফও অর্ণব সেনগুপ্ত বলেন, “মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। তবে প্রাথমিকভাবে শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।” মৃত হাতিটি কোন রেঞ্জের তা নিয়ে ধন্দে পড়েছে বন দফতর। তবে প্রাথমিক বন দফতরের আধিকারিকদের অনুমান, হুমগড় রেঞ্জে যে হাতির পালটি রয়েছে, সেই দলেরই সদস্য এই হাতিটি।

Advertisement

চলতি মাসে গোড়ায় দলমার প্রায় ১১০টি হাতির পাল বাঁকুড়া থেকে মেদিনীপুরে ঢুকেছিল। তারপর পরপর দু’দিন দুটি বাচ্চা হাতি কুয়োয় পড়ে যায়। সিআরপি-এর সাহায্যে সেই হাতি দু’টিকে উদ্ধার করে বন দফতর। হাতির হানায় এ বছর ফসলেরও ব্যপক ক্ষতি হয়েছে, মৃত্যু হয়েছে এক শিশু-সহ চারজনের।

এখনও হাতির পাল গড়বেতা ও গোয়ালতোড়ের বিভিন্ন বনাঞ্চলে ঘোরাফেরা করছে। এ নিয়ে একাধিক বার আধিকারিকরা বৈঠকে বসেছেন। এখনও হাতির পালকে জেলা থেকে সরানো যায়নি। হুমগড় ও মহালিশাই রেঞ্জে এখনও জনা পঞ্চাশেক একটি হাতির পাল রয়ে গিয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার বৈঠক হবে বলে প্রশাসন জানিয়েছিল। আজই বন-বান্ধব উত্‌সব হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। যৌথ বন পরিচালনার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উত্‌সব। চন্দ্রকোনা রোডের পরিমল কাননে আয়োজিত ওই উত্‌সবে হাজির থাকার কথা বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের। থাকবেন প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) প্রদীপ শুক্লা ও প্রধান মুখ্য বনপাল (সাধারণ) এনকে পাণ্ডে। আদিবাসী উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, জেলা শাসক জগদীশপ্রসাদ মিনা, জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ, জেলা সভাধিপতি উত্তরা সিংহেরও থাকার কথা রয়েছে।

বিক্ষোভ। কাঁথি-৩ ব্লকে ডিজিটাল রেশনকার্ডে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল করল গণতান্ত্রিক যুব ফেডারেশন। ডিজিটাল রেশনকার্ডের প্রাপক তালিকা থেকে বাদ পড়া মানুষদের নিয়ে একটি বিক্ষোভ মিছিলও মারিশদা এলাকা পরিক্রমা করে। গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ঝাড়েশ্বর বেরা অভিক্সযোগ করেন, কাঁথি-৩ ব্লকে বিলি করা ডিজিটাল রেশনকার্ডে প্রকৃত প্রাপ্যদের নাম বাদ দিয়ে অবাঞ্ছিতদের ডিজিটাল রেশনকার্ড পাইয়ে দেওয়া হয়েছে। ডেপুটেশনে নেতৃত্ব দেন সিপিএমের মারিশদা জোনাল কমিটির সম্পাদক কালীপদ শিট ও ঝাড়েশ্বর বেরা প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement