বিজ্ঞান শিবির শুরু হল শালবনির ভাদুতলা হাইস্কুলে। বৃহস্পতিবার শুরু হওয়া শিবির শেষ হবে কাল, শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মেদিনীপুর কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক সুভাষচন্দ্র সামন্ত, মেদিনীপুর সায়েন্স সেন্টারের সম্পাদক সুচাঁদ পান। শিবিরে পঞ্চাশজন ছাত্রছাত্রী যোগ দিচ্ছে। প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরীর বক্তব্য, বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে এটা একটি প্রাথমিক পদক্ষেপ। শিবিরে হাতেকলমে বিজ্ঞান নানা দিক শেখানো হবে।