বিজেপি নেতা-কর্মীদের আগাম জামিন মঞ্জুর

পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়ার বাহারুনায় ‘বেআইনি সশস্ত্র মিছিল’ করার মামলায় অভিযুক্ত বিজেপি-র ২২ জন নেতা-কর্মীর আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। গত বুধবার ওই ২২ জনের আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি তপেন সেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৪ ০০:২৮
Share:

পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়ার বাহারুনায় ‘বেআইনি সশস্ত্র মিছিল’ করার মামলায় অভিযুক্ত বিজেপি-র ২২ জন নেতা-কর্মীর আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। গত বুধবার ওই ২২ জনের আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি তপেন সেন। আগাম জামিনপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সহ-সভাপতি তাপস চট্টোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক মহাদেব বসাক, বিজেপি-র ঝাড়গ্রাম জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ, দলের গোপীবল্লভপুর-২ ব্লক সভাপতি শক্তিপদ সাউ, নয়াগ্রাম ব্লক সভাপতি অর্ধেন্দু পাত্র। অভিযুক্তপক্ষের আইনজীবী কৌশিক চন্দ বলেন, “শুনানি করে হাইকোর্ট ২২ জনের জামিন মঞ্জুর করেছে। যে অভিযোগে মামলাটি রুজু হয়েছে তা ‘পলিটিক্যাল ওভারটোন’ বলেন বিচারপতি।”

Advertisement

গত ২২ অগস্ট পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া থানার বাহারুনায় কয়েক হাজার মানুষজনের সশস্ত্র জমায়েত করে সভা ও মিছিল করেছিল বিজেপি। পুলিশের অনুমতি ছাড়া ওই সভা ও মিছিল করার অভিযোগে স্বতঃপ্রণোদিত ভাবে (সুয়োমোটো) ৩৭ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল বেলিয়াবেড়া থানার পুলিশ। ওই মামলায় গ্রেফতার হন বিজেপি-র ঝাড়গ্রাম জেলার অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জিত মাহাতো-সহ ৯ জন দলীয় নেতা-কর্মী। কিন্তু পুলিশ নির্দিষ্ট সময়ের মধ্যে (আইনের বিধানে এই মামলায় গ্রেফতারের পর ৬০ দিনের মধ্যে) চার্জশিট দাখিল করতে না পারায় সঞ্জিতবাবু-সহ জেলবন্দি ৯ জনই ঝাড়গ্রাম এসিজেএম আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে যান। এই মামলায় পুলিশের নথিতে বাকি ২২ জন অভিযুক্ত ‘অধরা’ ছিলেন। মাস খানেক আগে ওই ২২ জনের আগাম জামিনের আবেদন করা হয় হাইকোর্টে। বুধবার ২২ জনের আগাম জামিন মঞ্জুর হয়। বিজেপি-র ঝাড়গ্রাম জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ বৃহস্পতিবার বলেন, “এর প্রতিবাদে আগামী ২০ ডিসেম্বর থেকে জঙ্গলমহলের গ্রামে প্রতিবাদ আন্দোলন শুরু হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন