বিজেপির মহিলা সংগঠনে রদবদল

খুব কম সময়ের মধ্যেই পশ্চিম মেদিনীপুরে দলের মহিলা সংগঠনে রদবদল করল বিজেপি। সোনালি দাসকে সরিয়ে মহিলা মোর্চার নতুন জেলা সভানেত্রী করা হল শম্পা মণ্ডলকে। রবিবার মেদিনীপুর শহরে বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চার এক বৈঠক হয়। বৈঠকে রাজ্য নেতৃত্বও উপস্থিত ছিলেন। রাজ্য নেতৃত্বের অনুমতি নিয়েই সংগঠনে রদবদল করা হয়েছে। এ দিন নতুন করে মহিলা মোর্চার জেলা কমিটিও গঠন করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ০০:৪৫
Share:

খুব কম সময়ের মধ্যেই পশ্চিম মেদিনীপুরে দলের মহিলা সংগঠনে রদবদল করল বিজেপি। সোনালি দাসকে সরিয়ে মহিলা মোর্চার নতুন জেলা সভানেত্রী করা হল শম্পা মণ্ডলকে।

Advertisement

রবিবার মেদিনীপুর শহরে বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চার এক বৈঠক হয়। বৈঠকে রাজ্য নেতৃত্বও উপস্থিত ছিলেন। রাজ্য নেতৃত্বের অনুমতি নিয়েই সংগঠনে রদবদল করা হয়েছে। এ দিন নতুন করে মহিলা মোর্চার জেলা কমিটিও গঠন করা হয়।

খুব কম সময়ের মধ্যে মহিলা সংগঠনে রদবদল প্রয়োজন হল কেন? জেলা বিজেপি নেতৃত্ব অবশ্য এ নিয়ে মুখ খুলতে নারাজ। নেতৃত্বের মতে, এটা সাংগঠনিক ব্যাপার। আগে জেলায় পৃথক ভাবে বিজেপির মহিলা সংগঠনের তেমন কোনও প্রাসঙ্গিকতা ছিল না। দলে মহিলা কর্মী ছিলেন। বিক্ষিপ্ত ভাবে তাঁরা সংগঠনের কাজ করতেন। পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় কার্যত বিনা সংগঠনেই এ বার লোকসভায় গড়ে ১০ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। লোকসভা ভোটে সাফল্যের পর পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে দলও বাড়তে শুরু করেছে। অনেকেই দলে যোগ দিতে চেয়ে আবেদন করছেন। তালিকায় বেশ কিছু নতুন মুখও রয়েছে।

Advertisement

পরিস্থিতি দেখে গত জুন মাসেই মহিলা মোর্চার জেলা কমিটি গঠন করা হয়েছিল। সংগঠনের জেলা সভানেত্রী করা হয়েছিল চন্দ্রকোনা গ্রামীণ এলাকার সোনালি দাসকে। রবিবার সোনালিদেবীকে সরিয়ে জেলা সভানেত্রীর দায়িত্ব দেওয়া হল মেদিনীপুর শহরের শম্পা মণ্ডলকে।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, জেলা নেত্রী অন্তরা ভট্টাচার্য। দলীয় সূত্রে খবর, আগামী দিনে সব ব্লকেই মহিলা মোর্চার কমিটি গঠন করা হবে। আগামী ২৭ অগস্ট মেদিনীপুর শহরে সমাবেশের ডাক দিয়েছে জেলা বিজেপি। সমাবেশে উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি রাহুল সিংহও। বৈঠকে সমাবেশের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement