বেতন কমানোর দাবি, বিক্ষোভ

তৃতীয় বর্ষে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার খড়্গপুর কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাল ডিএসও সমর্থকরা। কলেজের টিচার ইন চার্জ কৌশিক ঘোষের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৫ ০০:৫৯
Share:

তৃতীয় বর্ষে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার খড়্গপুর কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাল ডিএসও সমর্থকরা। কলেজের টিচার ইন চার্জ কৌশিক ঘোষের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। উল্লেখ্য, কলেজে তৃতীয় বর্ষের ভর্তির ফি এ বার ছাত্রপিছু ১ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। গত এপ্রিল মাসে পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে কলেজ সূত্রে খবর। ইতিমধ্যেই বাণিজ্য শাখার পড়ুয়াদের তৃতীয় বর্ষের ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ। আগে ফি বাড়ানোর দাবিতে এসএফআই-ও স্মারকলিপি জমা দেয়। সেই সময় ডিএসও-র পক্ষ থেকেও একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

Advertisement

আগামী ৭ ডিসেম্বর থেকে কলা ও বিজ্ঞান শাখায় তৃতীয় বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। তাই অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে এ দিন ফের বিক্ষোভ ও স্মারকলিপি জমার কর্মসূচি পালন করল ডিএসও। ডিএসও-র স্থানীয় নেত্রী তথা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মধুমিতা ভুঁইয়া বলেন, “জেলার একমাত্র এই খড়্গপুর কলেজে পরিকাঠামো উন্নয়ন খাতে অতিরিক্ত এক হাজার টাকা ফি বাড়ানো হয়েছে।’’ কলেজের টিচার ইন চার্জ কৌশিক ঘোষ বলেন, “৮ ডিসেম্বর অর্থ বিষয়ক কমিটির বৈঠক ডেকেছি। ওই বৈঠক না হওয়া পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে। ছাত্রদের দাবি বিবেচনা করে দেখা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement