মেদিনীপুর শহরের ব্যস্ততম মোড় গোলকুয়াচক। রোজ সকালে অফিস যাত্রীদের পাশাপাশি একাধিক স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এই পথ দিয়েই যাতায়াত করে। যানজটের মধ্যেই আবার যাতায়াত করে পুরসভার জঞ্জাল বোঝাই গাড়ি। সব মিলিয়ে সকালে এই পথে চলাচল এক দুর্বিষহ অভিজ্ঞতা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।