বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা শুরু হবে ১৫ ডিসেম্বর। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা হবে। পরের দু’দিন বিশ্ববিদ্যালয়ের অর্ন্তগত কলেজগুলির প্রতিযোগিতা হবে। সূচনা করবেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক জানান, প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য ৩০টি কলেজের প্রায় ৬০০ প্রতিযোগীর নাম জমা পড়েছে।