বরখাস্ত ময়না কলেজের অধ্যক্ষ

আর্থিক তছরুপের দায়ে ময়না কলেজের অধ্যক্ষ অমরেন্দ্রনাথ বর্ধনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল কলেজের পরিচালন সমিতি। গত মঙ্গলবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের পরিচালন সমিতির সভাপতি সংগ্রাম দোলই বলেন, ‘‘ ময়না কলেজের অধ্যক্ষ পদে থাকাকালীন কলেজের তহবিলের প্রায় ৫৯ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। চলতি বছরেই আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত করা হয়েছিল।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০০:১০
Share:

আর্থিক তছরুপের দায়ে ময়না কলেজের অধ্যক্ষ অমরেন্দ্রনাথ বর্ধনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল কলেজের পরিচালন সমিতি। গত মঙ্গলবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

কলেজের পরিচালন সমিতির সভাপতি সংগ্রাম দোলই বলেন, ‘‘ময়না কলেজের অধ্যক্ষ পদে থাকাকালীন কলেজের তহবিলের প্রায় ৫৯ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। চলতি বছরেই আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত করা হয়েছিল। তদন্তে আর্থিক অভিযোগ প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে অমরেন্দ্রবাবুকে কলেজের অধ্যক্ষ পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজের আর্থিক তহবিল তছরুপের অভিযোগ ওঠার পরে ২০১৩ সালের ৩ মে থেকে অমেরন্দ্রবাবু কলেজে আসেননি। ওই বছর ২৮ মে তাঁকে অধ্যক্ষ পদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল কলেজের পরিচালন সমিতি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান কালীপদ মাইতি। তাঁকে অধ্যক্ষ পদ থেকে বরখাস্ত করার বিষয়ে কলেজের পরিচালন সমিতির এই সিদ্ধান্ত নিয়ে অমরেন্দ্র বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement