ভোটারদের মন জিততে মরিয়া সব দল

ভোটের আগে জনসংযোগের নানা কৌশলে জনতার কাছে পৌঁছতে মরিয়া সব দলই। বৃহস্পতিবার সকালে কাঁথি কেন্দ্রের বিজেপি প্রার্থী কমলেন্দু পাহাড়ী কাঁথি রেলস্টেশনে ও দিঘা-সাঁতরাগাছি লোকাল ট্রেনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিবার্চনী প্রচার চালান। জনসংযোগে পিছিয়ে নেই তৃণমূল প্রার্থী শিশির অধিকারীও। এ দিন চণ্ডীপুর এলাকায় দুই বিধায়ক অমিয় ভট্টাচার্য, অর্ধেন্দু মাইতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অপর্না ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে শিশিরবাবু নিবার্চনী প্রচার চালান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৪ ০১:৫৯
Share:

কর্মিসভায় শিশির অধিকারী। —নিজস্ব চিত্র।

ভোটের আগে জনসংযোগের নানা কৌশলে জনতার কাছে পৌঁছতে মরিয়া সব দলই। বৃহস্পতিবার সকালে কাঁথি কেন্দ্রের বিজেপি প্রার্থী কমলেন্দু পাহাড়ী কাঁথি রেলস্টেশনে ও দিঘা-সাঁতরাগাছি লোকাল ট্রেনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিবার্চনী প্রচার চালান। জনসংযোগে পিছিয়ে নেই তৃণমূল প্রার্থী শিশির অধিকারীও। এ দিন চণ্ডীপুর এলাকায় দুই বিধায়ক অমিয় ভট্টাচার্য, অর্ধেন্দু মাইতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অপর্না ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে শিশিরবাবু নিবার্চনী প্রচার চালান। বিকেলে কাঁথির মাজিলাপুর অঞ্চলে তাঁর সমর্থনে বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও ব্লক তৃণমূল নেতৃত্ব প্রচার করে। বুধবার রামনগর থানার দেপালে তৃণমূল প্রার্থীর সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সংগঠনের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শিশিরবাবুকে জয়ী করার আবেদন জানিয়ে বক্তব্য রাখেন জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, জেলা পরিষদ সদস্য অশোক বিশাল ও রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার প্রমুখ।

Advertisement

অন্য দিকে, এ দিন কংগ্রেস প্রার্থী কুনাল বন্দ্যোপাধায়ও কাঁথি ১ ব্লকের মাজনাতে বাড়ি বাড়ি প্রচার করেন। মাজনা হাটের ব্যবসায়ীদের সঙ্গেও তিনি এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা কংগ্রেস সভাপতি গঙ্গারাম মিশ্র, কাঁথি ১ ব্লক কংগ্রেস সভাপতি এরশাদ আলি, অঞ্চল কংগ্রেস সভাপতি আবদুল সাত্তার খান, এআইসিসি নিযুক্ত পর্যবেক্ষক ভেঙ্কটেশ। বুধবার সন্ধ্যায় কাঁথি ১ ব্লকের শ্রীরামপুরে কুনালবাবুর সমর্থনে এক নিবার্চনী সভা আয়োজিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, নিতাই মিশ্র, গঙ্গারাম মিশ্র, এরশাদ আলি। সিপিএম প্রার্থী তাপস সিংহও বৃহস্পতিবার পটাশপুর এলাকায় দলীয় সমর্থকদের নিয়ে নিবার্চনী প্রচার চালান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement