মারধরে অভিযুক্ত টিএমসিপি নেতা

এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল টিএমসিপি-এর সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। শুক্রবার মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ঘটনা।অভিযোগ, এ দিন কাউন্সেলিং চলাকালীন কলেজের টিএমসিপি সাধারণ সম্পাদক সুদীপ মাহাতো ও তাঁর সাঙ্গোপাঙ্গরা প্রথম বর্ষের ছাত্র ভবানন্দ রানাকেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০২:২৩
Share:

এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল টিএমসিপি-এর সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। শুক্রবার মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ঘটনা।

Advertisement

অভিযোগ, এ দিন কাউন্সেলিং চলাকালীন কলেজের টিএমসিপি সাধারণ সম্পাদক সুদীপ মাহাতো ও তাঁর সাঙ্গোপাঙ্গরা প্রথম বর্ষের ছাত্র ভবানন্দ রানাকেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। তারপর তাঁকে মানিকপাড়া অঞ্চল তৃণমূলের কার্যালয়ে নিয়ে গিয়ে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ভবানন্দকে উদ্ধার করে। কলেজের টিএমসিপি-র অন্য গোষ্ঠীর তরফে পুরো বিষয়টি টিচার-ইনচার্জকে লিখিতভাবে জানানো হয়েছে। কলেজ সূত্রের খবর, কলেজের সাধারণ সম্পাদক সুদীপ মাহাতোর গোষ্ঠীর সঙ্গে কলেজের আর এক টিএমসিপি নেত্রী বৈশাখী পালের তুমুল বিবাদ রয়েছে। প্রায়ই দু’গোষ্ঠীর মধ্যে কলেজে গোলমাল লেগেই থাকে। এর আগেও সুদীপের বিরুদ্ধে বৈশাখীকে হেনস্থার অভিযোগ উঠেছিল। সুদীপের অবশ্য দাবি, “আমার বিরুদ্ধে বার বার মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” কলেজের টিচার ইন-চার্জ সৌমিত্র কুণ্ডু বলেন, “কাউন্সেলিং চলাকালীন এক ছাত্রকে বাইরে টেনে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement