রেলশহরে ফের দিনেদুপুরে ছিনতাই লক্ষাধিক টাকা

ফের ছিনতাইয়ের ঘটনা ঘটল রেলশহরে! সোমবার রাতে খড়্গপুর স্টেশন থেকে গোলবাজার ফেরার পথে ৭ নম্বর রেল কলোনি এলাকায় প্রদীর ধাওলিয়া নামে সোনার দোকানের এক কর্মচারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই চেষ্টা বিফল হলে গুলি চালায় তাঁরা। সেই ঘটনার দু’দিনের মধ্যেই ফের এক ব্যক্তির লক্ষাধিক টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৪ ০০:০৮
Share:

ফের ছিনতাইয়ের ঘটনা ঘটল রেলশহরে!

Advertisement

সোমবার রাতে খড়্গপুর স্টেশন থেকে গোলবাজার ফেরার পথে ৭ নম্বর রেল কলোনি এলাকায় প্রদীর ধাওলিয়া নামে সোনার দোকানের এক কর্মচারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই চেষ্টা বিফল হলে গুলি চালায় তাঁরা। সেই ঘটনার দু’দিনের মধ্যেই ফের এক ব্যক্তির লক্ষাধিক টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার দুপুরে খড়্গপুরের ইন্দার কমলাকেবিনের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে ওই ঘটনাটি ঘটে। অভিযোগ, এ দিন রঞ্জিতকুমার দত্ত নামে ওই ব্যক্তি কমলাকেবিনের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্ক থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা তোলেন। টাকা তুলে ব্যঙ্ক থেকে বেরিয়ে রঞ্জিতবাবু মোটরবাইকের বক্সে সেই টাকা রাখতে যান, সেই সময় আচমকা এক যুবক তাঁর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। কাছেই দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকে বসে থাকা এক যুবকের পিছনে বসে সে চৌরঙ্গির দিকে পালায়। রঞ্জিতবাবুর চিৎকার শুনে এক ট্রাক্টর চালক ওই বাইকের পিছু নিলেও তাঁদের ধরা যায়নি। পরে খবরর পেয়ে পুলিশ এলাকায় যায়। পরে রঞ্জিতবাবু খড়্গপুর টাউন থানায় গিয়ে ঘটনার অভিযোগ দায়ের করেন। ফের ছিনতাইয়ের ঘটনায় রেলশহরে প্রশ্নের মুখে নিরাপত্তা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইআইটি-র অবসরপ্রাপ্ত কর্মী তালবাগিচার বাসিন্দা বছর বাহাত্তরের রঞ্জিতকুমার দত্ত এ দিন ইন্দার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে মেয়াদী আমানতের টাকা তুলতে এসেছিলেন। রঞ্জিতবাবুর অভিযোগ, “ওই ছিনতাইয়ের ঘটনার পর ব্যাঙ্কে গিয়ে ঘটনার কথা জানালে প্রথমে তাঁরা কোনও গুরুত্ব দিতে চায়নি। পরে খবর পেয়ে পুলিশ এলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্যাঙ্কের গ্রাহকদের জিজ্ঞাসাবাদ শুরু করে।” রঞ্জিতবাবু বলেন, “ব্যাঙ্ক থেকে বেরিয়ে টাকাটা মোটরবাইকের বক্সে রাখতে গেলে গোলাপি জামা পরা এক যুবক টাকার ব্যাগ নিয়ে পালায়।”

Advertisement

সোমবার রাতের ছিনতাইয়ের ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও এখন ঘটনার কিনারা হয়নি। গত ১৩ সেপ্টেম্বরও টাউন থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওয়ার্কশপ পোস্ট অফিসের কাছে পূরণ গুপ্ত নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়। সেই ঘটনায় দু’জন সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করলেও টাকা এখনও উদ্ধার হয়নি। গত ৬ জুলাই একই দিনে টাউন থানার মালঞ্চ ও নিমপুরা এলাকা পৃথক দু’টি ঘটনায় দুই রেলকর্মীর কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনারও কিনারা হয়নি এখনও। পরপর ছিনতাইয়ের ঘটনা ঘটলেও শহরের নিরাপত্তা সেই তিমিরেই। শহরবাসীদের অভিযোগ, শহরের বিভিন্ন প্রান্তে নজরদারির অভাব রয়েছে। এ দিন ইন্দায় ওই ঘটনার সময় কোনও পুলিশের দেখা মেলেনি। ইন্দার বাসিন্দা সুশীলকুমার যাদবের অভিযোগ, “ইদানীং পুলিশকে টহল দিতে দেখা যায় না। পুলিশের সূত্র কী কিছুই জানতে পারছে না? ইন্দা, মালঞ্চর মতো ব্যাঙ্ক এলাকাগুলিতে বাড়তি টহলদারি থাকার কথা। কিন্তু সেখানেও এই ঘটনা পুলিশের নিষ্ক্রিয়তাই প্রমাণ করছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন