লোক টানতে বাড়িতে চিঠি দেবে সিপিএম

জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সভায় যোগদানের আবেদন জানিয়ে বাড়ি বাড়ি চিঠি দেবে সিপিএম। হলদিয়ার সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবনে ১৫-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব মেদিনীপুরের সিপিএমের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারি সুতাহাটার আজাদ হিন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্য সম্পাদক বিমান বসু ও বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৫ ০০:২১
Share:

জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সভায় যোগদানের আবেদন জানিয়ে বাড়ি বাড়ি চিঠি দেবে সিপিএম। হলদিয়ার সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবনে ১৫-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব মেদিনীপুরের সিপিএমের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারি সুতাহাটার আজাদ হিন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্য সম্পাদক বিমান বসু ও বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শুক্রবার তমলুকে সিপিএমের জেলা কার্যালয়ে খেজুরি জোনাল সম্মেলনও অনুষ্ঠিত হয়। সম্মেলনে জোনাল কমিটির নতুন সম্পাদক হয়েছেন প্রজাপতি দাস। সিপিএমের জেলা সম্পাদক প্রশান্ত প্রধান বলেন, “খেজুরিতে সন্ত্রাস ও তৃণমূলের হুমকির কারণেই দলের কর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। সেই কারণেই খেজুরির বাইরে জেলা কার্যালয়ে সম্মেলন করতে হল।” আজ, শনিবার নন্দীগ্রামের শিবরামপুরে নন্দীগ্রাম জোনাল কমিটির সম্মেলন হবে।

Advertisement

সম্মেলনের পরে একটি সাংবাদিক বৈঠকে জেলায় দলের দায়িত্বপ্রাপ্ত রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব বলেন, “জেলায় দলের প্রতি মানুষের সমর্থন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। হলদিয়ার সম্মেলন উপলক্ষে সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানিয়ে দলের পক্ষ থেকে বাড়ি বাড়ি দলের তরফে চিঠি দেওয়া হচ্ছে।” তাঁর বক্তব্য, “শুধু দলের সমর্থক নয়, সাধারণ মানুষের কাছেও সভায় যোগদানের জন্য ৫ লক্ষ চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।”

রবীনবাবু জানান, জেলায় দলের ১৯টি জোনাল কমিটির মধ্যে এখনও পর্যন্ত ১৬টি জোনাল কমিটির সম্মেলন শেষ হয়েছে। ১৬টি জোনাল কমিটির মধ্যে ১১টি জোনাল কমিটিতেই সম্পাদক হিসেবে উঠে এসেছে নতুন মুখ। সম্মেলনের পাশাপাশি জেলায় বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে। এ দিন সাংবাদিক বৈঠকে রবীনবাবু তমলুকে সিপিএম জেলা কার্যালয়ের অদূরে লক্ষ্মণ শেঠের ভারত নির্মাণ মঞ্চের নতুন জেলা কার্যালয় খোলা নিয়েও প্রশ্ন তোলেন। হলদিয়ায় লক্ষ্মণ শেঠের ভারত নির্মাণ মঞ্চের সভা নিয়ে রবীনবাবু বলেন, “উনি যেভাবে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, তাতে বোঝা যাচ্ছে উনি ক্রমশ তলিয়ে যাচ্ছেন। উনি বড় বেশি অস্থির হয়ে উঠেছেন, জেলার মানুষ সব দেখছেন।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন