শিশু আবাসের উদ্বোধন

পূর্ব মেদিনীপুরে রাজ্য সরকারের তরফে চালু হল নতুন শিশু আবাস ‘তপোবন’। রবিবার কাঁথির দেশপ্রাণ ব্লকে তপোবনের উদ্বোধন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। নারী ও শিশুবিকাশ ও সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে কাঁথির কাজলা জনকল্যাণ সমিতিতে শুরু হল তপোবন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ০০:৫০
Share:

অনুষ্ঠােন শুভেন্দু।—নিজস্ব চিত্র।

পূর্ব মেদিনীপুরে রাজ্য সরকারের তরফে চালু হল নতুন শিশু আবাস ‘তপোবন’। রবিবার কাঁথির দেশপ্রাণ ব্লকে তপোবনের উদ্বোধন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। নারী ও শিশুবিকাশ ও সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে কাঁথির কাজলা জনকল্যাণ সমিতিতে শুরু হল তপোবন। জানা গিয়েছে ৫০টি শিশুর থাকার ব্যবস্থা রয়েছে

Advertisement

এ দিন শুভেন্দুবাবু বলেন, ‘‘স্বাধীনতার ৬৮বছর পরেও দেশের অর্ধেক মানুষ এখনও দারিদ্র্য সীমার নীচে বাস করেন। ওই সব পরিবারের সন্তানেরা বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনগুলিও মেটাতে পারে না। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তার সেই আশ্বাস দিতেই এই হোম তৈরি করা।’’

তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের অসহায় পরিবারের ছেলেমেয়েদের জন্য বিভিন্ন সরকারি আবাসিক প্রকল্প চালু করেছেন। বিভিন্ন শিশু আবাসের উন্নয়নের আবাসিক পিছু মাসিক দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে দু’হাজার টাকা বরাদ্দও করেছেন। কাজলা জনকল্যান সমিতির সম্পাদক স্বপন পন্ডা স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেন,“দেশের বতর্মান জনসংখ্যার ৩৭ শতাংশ শিশু, যাদের মধ্যে ৮লক্ষেরও বেশি শিশু বিদ্যালয়ে যায় না, ৪ লক্ষ শিশুশ্রমিক। মেয়েরাও নিরাপদ নয়। তাদের জন্যই এই প্রয়াস।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement