একটা বছরের সাতটি মাস পেরিয়ে গেল প্রায়। তবু স্কুল পড়ুয়ারা পেল না পোশাকের অনুদানের টাকা। আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষক থেকে অভিভাবক সকলেই। পূর্ব মেদিনীপুর জেলায় শিশু শিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের পড়ুয়ারা ইউনিফর্মের জন্য ধার্য অনুদানের টাকা হাতে পায়নি। পড়ুয়াদের অনুদানের টাকা বরাদ্দ করার জন্য শিশু ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলির পক্ষ থেকে জেলা পরিষদে দাবিও জানান হয়েছে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, ‘‘অবিলম্বে টাকা বরাদ্দ করার জন্য ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকে আবেদন জানানো হয়েছে।’’ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে সর্বশিক্ষা অভিযানের অঙ্গ হিসেবেই শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলি পরিচালিত হয়। জেলার প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পড়ুয়ারা পোশাক অনুদানের টাকা পেয়ে গেলেও জেলার ১৪১৯টি শিশু শিক্ষাকেন্দ্রের ৭৭হাজার ৯৮৮ জন ও ১৫৩টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ১৮হাজার ৫১০ জন পড়ুয়া বঞ্চিত।