সৌদিতে দুর্ঘটনা, হজে গিয়ে জখম শহরের বৃদ্ধ

হজ করতে সৌদি আরবে গিয়ে আহত হলেন মেদিনীপুরের বৃদ্ধ লিয়াকত হোসেন। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের পাথরঘাটার মণ্ডলমহল্লায়। পরিবার সূত্রে খবর, গ্র্যান্ড মসজিদের দুর্ঘটনায় তাঁর পায়ে আঘাত লেগেছে। লিয়াকতের ছেলে শেখ ফায়সান হোসেন বলেন, “দুপুরে বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে। বাবার পায়ে আঘাত লেগেছিল। তবে উনি এখন ভাল আছেন।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫১
Share:

পাথরঘাটার বাড়িতে লিয়াকতের উদ্বিগ্ন পরিজনেরা। — নিজস্ব চিত্র।

হজ করতে সৌদি আরবে গিয়ে আহত হলেন মেদিনীপুরের বৃদ্ধ লিয়াকত হোসেন। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের পাথরঘাটার মণ্ডলমহল্লায়। পরিবার সূত্রে খবর, গ্র্যান্ড মসজিদের দুর্ঘটনায় তাঁর পায়ে আঘাত লেগেছে। লিয়াকতের ছেলে শেখ ফায়সান হোসেন বলেন, “দুপুরে বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে। বাবার পায়ে আঘাত লেগেছিল। তবে উনি এখন ভাল আছেন।”

Advertisement

শুক্রবার সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদে ক্রেন ভেঙে পড়ে। শতাধিক মানুষ মারা যান। অনেকে আহত হন। গ্র্যান্ড মসজিদে সংস্কারকাজ চলছিল। মসজিদের চার দিকে ছিল বড় বড় ক্রেন। প্রবল ঝড় ও বৃষ্টিতে সেগুলোরই একটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই ভারতীয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন ভারতীয়। এঁদেরই একজন লিয়াকত হোসেন। স্ত্রী তাহেরা বেগমকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছেন বছর একষট্টির লিয়াকত। তাহেরা বেগমের বয়স ৫৮। গত ২১ অগস্ট মেদিনীপুর থেকে তাঁরা রওনা দেন। প্রথমে যান কলকাতায়। সেখান থেকে ২৩ অগস্ট সৌদি আরব রওনা হন।

দুর্ঘটনার খবর অবশ্য প্রথমে পরিবারকে জানাননি লিয়াকত। পরে জেলা প্রশাসন খোঁজখবর শুরু করায় পরিজনে বিষয়টি জানতে পারেন। ফায়সানের কথায়, “সকালে বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল। তেমন কিছু জানাননি। দুপুরে জেলা প্রশাসন থেকে বাবার সম্পর্কে জানতে চাওয়ায় সন্দেহ হয়। ফের বাবাকে ফোন করি। তখনই জানতে পারি, দুর্ঘটনায় উনি আহত হয়েছেন। মায়ের সঙ্গেও ফোনে কথা হয়েছে।’’ দ্রুত সুস্থ হয়ে হজ সেরে নিরাপদে বাড়িতে ফিরুন লিয়াকতরা, এটাই এখন প্রার্থনা পরিজনদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement