হাসপাতালের চারপাশ পরিচ্ছন্ন রাখতে জাতীয় সেবা প্রকল্পে সাফাই অভিযানে নামলেন কলেজ পড়ুয়া। শনিবার খড়্গপুরের প্রেমবাজার গ্রামীণ হাসপাতালে এই কর্মসূচিতে সামিল হন হিজলি কলেজের পড়ুয়ারা। হাসপাতাল চত্বরে জঙ্গল পরিষ্কার করেন তাঁরা। প্রেমবাজার বাসস্ট্যান্ডও সাফসুতরো করা হয়। প্রকল্প আধিকারিক নারায়ণ কুইল্যা জানান, ২৩-২৯ ডিসেম্বর জাতীয় সেবা প্রকল্পের শিবির হচ্ছে এই কলেজে। যোগ দিয়েছেন ৫০ জন ছাত্রছাত্রী।