বুধবার লালগড়ের সারদামণি বালিকা বিদ্যালয়ে ‘বাল্য বিবাহ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ’ সংক্রান্ত এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। ঝাড়গ্রামের ‘সুচেতনা’ মহিলা সংস্থার উদ্যোগে ও স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত ওই শিবিরে অষ্টম, নবম ও দশম শ্রেণীর চারশো জন ছাত্রীকে সচেতন করা হয়। শিবিরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ছাত্রীদের সচেতন করেন সমাজকর্মী স্বাতী দত্ত, সৌম্যেন বসুমল্লিক, পলু ঘোষ, শিক্ষিকা রাখী সিংহ প্রমুখ।