লালগড় সরকারি কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে কলেজে তিনদিনের বিশেষ শীতকালীন শিবিরের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শিবিরের দ্বিতীয় দিনে থ্যালাসেমিয়া সচেতনতা সংক্রান্ত কর্মসূচির আয়োজন করা হয়। থ্যালসেমিয়া বাহক নির্ণয়ের পরীক্ষা করার জন্য ৫৭ জন পড়ুয়ার রক্তের নমুনা সংগ্রহ করা হয়।