Anubrata Mondal

অনুব্রতর জেলায় বিজেপি-তে যোগদান সংখ্যালঘুদের

সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেনের নেতৃত্বে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়-সহ জেলার অন্যান্য নেতাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৭:৫৩
Share:

সংখ্যালঘু সম্প্রদায়ের দু’শো জন তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপি-তে। —নিজস্ব চিত্র।

অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে তৃণমূলে ভাঙ্গন। বুধবার সংখ্যালঘু সম্প্রদায়ের দু’শো জন তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপি-তে।

Advertisement

বুধবার সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেনের নেতৃত্বে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। ওই যোগদান পর্বে উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়-সহ জেলার অন্যান্য নেতাও।

তৃণমূল থেকে বিজেপি-তে যোগদানের মঞ্চে ভাষণ দেন রাজু বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে হুমকি দিতেও ছাড়েননি তিনি। রাজু বলেন, ‘‘ইদানীং অনুব্রত মণ্ডল বিজেপি-র উদ্দেশে বলছেন, ঠেঙিয়ে পগার পার করে দেব। আমি ওঁর উদ্দেশে বলছি, বিধানসভা ভোটে যদি কোনও তৃণমূলকর্মী পঞ্চায়েত ভোটের মতো বুথ দখল করতে যান, তা হলে মা-বোনেরা যেমন পুকুরঘাটে কাপড় ধোলাই করেন, ঠিক সে রকম ধোলাই করা হবে।’’ পাশাপাশি, তাঁর হুঁশিয়ারি, ‘‘অনুব্রত মণ্ডল নাকি আমাকে বলেছে বীরভূমে এলে মারব। আমি বলছি আমাকে মারার আগে আপনি নিজের জন্য একটা নার্সিংহোম ঠিক করে রাখুন, তার পর গায়ে হাত দেবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement