BJP MLAs

কাগজ কাণ্ডের জের, বাদল অধিবেশনে বিজেপি বিধায়কদের কার্যকলাপে নজর রাখবেন স্পিকার! সর্তক সচিবালয়ও

অধিবেশনে যোগদান করে প্রতিবাদের নামে অধিবেশনে বার বার কাগজপত্র ছেঁড়া এবং তা স্পিকারের দিকে ছুড়ে দেওয়ার বিষয়টি না-পসন্দ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। তাই বাদল অধিবেশনে পদ্ম শিবিরের বিধায়কদের দিকে নজর থাকবে স্পিকারের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৬:৩৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আসন্ন বিধানসভার বাদল অধিবেশনে বিরোধী দল বিজেপির বিধায়কদের বুলেটিন এবং অধিবেশনের কার্যবিবরণীর কাগজপত্র দেওয়া হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। বিধানসভার সচিবলায় সূত্রে খবর, আগামী ৯ জুন শুরু হতে চলা বিধানসভার বাদল অধিবেশনে বেশ কয়েকটি বিল ও গুরুত্বপূর্ণ প্রস্তাবের উপর আলোচনা হওয়ার কথা রয়েছে। সঙ্গে আলোচনা হতে পারে ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনাবাহিনীর সাফল্য নিয়ে। এ ছাড়াও এমন কিছু ইস্যু নিয়ে বিধানসভার এ বারের অধিবেশনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নিয়ে উত্তপ্ত হতে পারে অধিবেশন। তাই অধিবেশনে যোগদান করে প্রতিবাদের নামে অধিবেশনে বার বার কাগজপত্র ছেঁড়া এবং তা স্পিকারের দিকে ছুড়ে দেওয়ার বিষয়টি না-পসন্দ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। তাই বাদল অধিবেশনে পদ্ম শিবিরের বিধায়কদের দিকে নজর থাকবে স্পিকারের।

Advertisement

ফলে তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে তর্ক লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করছে বিধানসভার সচিবালয়। আর এখানেই উঠে এসেছে বিজেপি বিধায়কদের কাগজ ছিঁড়ে ফেলার প্রসঙ্গ। বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা বুলেটিন, বিল সহ অন্যান্য কাগজ ছিঁড়ে ফেলে স্পিকার বিমানের রোষানলে পড়েছিলেন। সেই ঘটনার জেরে বিধানসভার বাজেট অধিবেশনে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতাকে।

শুভেন্দুর সাসপেনশনের পরেই বিধানসভার স্পিকারের দিকে কাগজ ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। এর পর বিজেপি বিধায়কেরা সংযত না-হওয়ায় কড়া পদক্ষেপ করেন বিমান। বিজেপি বিধায়কদের অধিবেশনের কাগজপত্র দেওয়া বন্ধ করে দেওয়া হয়। পাল্টা বিজেপি বিধায়কেরা জানিয়েছিলেন, বিধানসভা থেকে কাগজ না-দেওয়া হলে প্রতিবাদ জানাতে অধিবেশনে তাঁরা বাইরে থেকে কাগজ নিয়ে গিয়ে ছিঁড়বেন। পরে অবশ্য স্পিকারের নির্দেশে আবার বুলেটিন-সহ বিলের কপি দেওয়ার কাজ শুরু হয়।

Advertisement

তবে বাদল অধিবেশন পর্বে বিজেপি বিধায়কেরা কাগজপত্র ছেঁড়া নিয়ে কী পদক্ষেপ করেন, সে দিকে নজর রাখা হবে বলে বিধানসভার সচিবালয় সূত্রে খবর। যদিও আবার বিরোধী বিধায়কেরা বিধানসভার বুলেটিন, বিল কিংবা জরুরি কাগজপত্র ছেঁড়া শুরু করেন, তবে তাঁদের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ করার নির্দেশ দিতেই পারেন স্পিকার। বিধানসভার সচিবালয়ের এক আধিকারিকের কথায়, ‘‘স্পিকার বিধানসভা প্রধান। তাই এ ক্ষেত্রে তিনি যা নির্দেশ দেবেন তাই আমাদের মেনে চলতে হবে। এখনও পর্যন্ত বিজেপি বিধায়কদের বিধানসভা অধিবেশনের কোনও কাগজ দেওয়া হবে না, এমন কোনও সিদ্ধান্ত হয়নি। তবে অধিবেশন চলাকালীন তাদের কার্যকলাপের দিকে অবশ্যই নজর থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement