Sukanta Majumdar

যাঁরা ভোট দেন, তাঁদের গুরুত্ব, সুর সুকান্তেরও

শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে সুকান্ত রবিবার বলেছেন, “আমরা তাঁদেরই ভোট আনতে পারব, যাঁরা আমাদের ভোট দেন। যাঁরা ভোট দেন না, তাঁদের ভোট তো আনতে পারব না। আমরা সেই ভোটারদের বেশি গুরুত্ব দেব, যাঁরা আমাদের ভোট দেবেন। হিন্দু-মুসলিম বিষয় নয়।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ০৯:০৭
Share:

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। —ফাইল ছবি।

রাজ্যে হিন্দু-ভোট বাড়ানোর দিকেই এখন বিজেপির নজর দেওয়া উচিত, এমন মত দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরে থেকে ধারাবাহিক ভাবে সেই কৌশলেই তিনি এগোচ্ছেন। এ বার পরোক্ষ ভাবে কার্যত একই সুরই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখেও। যদিও তিনি সরাসরি হিন্দু-মুসলিম ভাগাভাগির কথা তোলেননি। শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে সুকান্ত রবিবার বলেছেন, “আমরা তাঁদেরই ভোট আনতে পারব, যাঁরা আমাদের ভোট দেন। যাঁরা ভোট দেন না, তাঁদের ভোট তো আনতে পারব না। আমরা সেই ভোটারদের বেশি গুরুত্ব দেব, যাঁরা আমাদের ভোট দেবেন। হিন্দু-মুসলিম বিষয় নয়।” শুভেন্দুর যুক্তিও একই ছিল। প্রসঙ্গত, শুভেন্দু যে দিন দলের বৈঠকে ওই কথা বলেছিলেন, সে দিন সুকান্ত জানিয়েছিলেন, বিরোধী দলনেতা ব্যক্তিগত ভাবে প্রস্তাব দিয়েছেন। শুভেন্দু আবার বলেছিলেন, সুকান্তেরও মনের কথা এটাই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বলে প্রকাশ্যে বলছেন না। তার প্রেক্ষিতে সুকান্তের মন্তব্য ছিল, মনের কথা সংবাদমাধ্যমের কাছে বলবেন না। যদিও রবিবার সুকান্তের বক্তব্যের পরে শুভেন্দুর সঙ্গে তাঁর সুর অনেকটাই মিলে গেল বলে ব্যাখ্যা রাজনৈতিক শিবিরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement