SIR

শুক্রবার রাত পর্যন্ত বিলি হল তিন কোটিরও বেশি এনুমারেশন ফর্ম, সবচেয়ে বেশি এজেন্ট দিল কোন দল

বিএলও-দের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন রাজনৈতিক দলের এজেন্ট (বুথ লেভেল এজেন্ট বা বিএলএ)-রা। রাজ্যে এখন পর্যন্ত মোট বিএলএ-র সংখ্যা ১,১৮,৬৫৯।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ২৩:১৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়েছে। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বুথ স্তরের অফিসার (বিএলও)-রা। শুক্রবার রাত ৮টা পর্যন্ত এ রাজ্যে ৩.০৪ কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে।

Advertisement

বিএলও-দের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন রাজনৈতিক দলের এজেন্ট (বুথ লেভেল এজেন্ট বা বিএলএ)-রা। কমিশনের তথ্য অনুযায়ী, এ রাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি এজেন্ট নিয়োগ করেছে বিজেপি। সেই সংখ্যাটা ৩৯,৮৪২। সংখ্যার নিরিখে তার পরেই রয়েছে তৃণমূল। তারা এজেন্ট নিয়োগ করেছে ৩৮,৯৩৪ জন। সিপিএম নিয়োগ করেছে ৩০,৭২৪ জনকে। রাজ্যে এখন পর্যন্ত মোট বিএলএ-র সংখ্যা ১,১৮,৬৫৯। তবে এই সংখ্যা বদলাতে পারে। কারণ আরও বিএলএ নিয়োগ করা হতে পারে।

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন বিএলওরা। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন। তবে সেই প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হয়নি। সূত্রের খবর, প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হতে বিলম্ব হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান করা যাবে বলে কমিশনের আধিকারিকেরা আশাবাদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement