SSC Recruitment Case Verdict

এখন স্কুলে ‘না’ চাকরিহারাদের

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ তালিকা প্রকাশ না-করা পর্যন্ত স্কুলে যাবেন না অধিকাংশ চাকরিহারা শিক্ষক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৯:১৩
Share:

— প্রতীকী চিত্র।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ তালিকা প্রকাশ না-করা পর্যন্ত স্কুলে যাবেন না অধিকাংশ চাকরিহারা শিক্ষক।

শুক্রবার গুড ফ্রাইডে-র ছুটির পরে আজ, শনিবার স্কুল খুলছে। তবে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরিহারা শিক্ষক মেহেবুব মণ্ডল বলছেন যে, “শনিবার স্কুলে যাব না। সোমবার এসএসসি-র ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করার কথা। সেই তালিকা প্রকাশ না হলে স্কুলে যাব না। আমরা সোমবার করুণাময়ী থেকে এসএসসি অভিযান করে অবস্থান-বিক্ষোভ চালাব।”

চাকরিহারা শিক্ষকেরা জানতে পেরেছেন যে, এসএসসি নতুন নিয়োগের প্রস্তুতি চালাচ্ছে। তবে তাঁরা পরীক্ষায় বসবেন না। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তাঁরা এসএসসি অফিসের সামনে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন। এ দিকে এসএসসি সূত্রের খবর, শিক্ষা দফতর থেকে চিঠি পাওয়ার পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া-সহ কিছু নিয়মেও পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন