‘উইকএন্ড-এ সূর্যোদয়’ মুক্তি পাচ্ছে আজ

উপস্থিত ছিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট, অভিনেতা দেবদূত ঘোষ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অনসূয়া মুখোপাধ্যায়, শান্তনু ভট্টাচার্য-সহ ছবির কলাকুশলীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪৮
Share:

‘উইকএন্ড-এ সূর্যোদয়’-এর প্রিমিয়ারে ছবির কলাকুশলীরা।—নিজস্ব চিত্র।

সরাসরি একটা স্লোগানও নেই। নেই মিটিং-মিছিল বা ধর্মঘটের চেনা চিত্রনাট্য। সাধারণ কিছু মানুষের সাদামাঠা জীবনের কাহিনি থেকেই নভেম্বর বিপ্লবের বার্তা তুলে এনে আজ, শুক্রবার মুক্তি পাচ্ছে ‘উইকএন্ড-এ সূর্যোদয়’। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গাঁধী ভবন প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটির প্রিমিয়ার শো-র সূচনা হল তরুণ মজুমদার, চিত্রা সেন, ঊষা গঙ্গোপাধ্যায়দের হাত ধরে। উপস্থিত ছিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট, অভিনেতা দেবদূত ঘোষ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অনসূয়া মুখোপাধ্যায়, শান্তনু ভট্টাচার্য-সহ ছবির কলাকুশলীরা। নভেম্বর বিপ্লবের শতবর্ষ উদযাপনে নামমাত্র খরচে নির্মিত এই ছবিই রুপোলি পর্দায় ‘গণতান্ত্রিক লেখক, শিল্পী সঙ্ঘের’ প্রথম পদক্ষেপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন