ন’বছরের বালিকাকে একাধিক বার ধর্ষণ করার অভিযোগ। —প্রতীকী চিত্র।
চকলেটের লোভ দেখিয়ে ন’বছরের বালিকাকে একাধিক বার ধর্ষণ করার অভিযোগ উঠল নির্যাতিতার প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবককে মুচিপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার তাকে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্টে হাজির করা হয়। বিচার ভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু জানিয়েছেন, ধৃতকে ১২ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশি তদন্তে উঠে এসেছে, বালিকার মা যখন বাড়িতে থাকতেন না, তখন ২২ বছরের ওই যুবক তাকে একাধিক বার চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করত। কাউকে কিছু না জানাতেও বালিকাকে সে হুমকি দিত বলে অভিযোগ। বৃহস্পতিবারও ওই বালিকার সঙ্গে এই কাণ্ড ঘটায় সে। এর পরেই নির্যাতিতা তার মাকে সব কথা জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে