Mukul Roy

বঙ্গে ভোটার হলেন স্বপন, মুকুল

তাৎপর্যপূর্ণ হল, বিধানসভা ভোটের আগে রাজ্যে স্বপনবাবুর সক্রিয়তা নিয়ে বিজেপির অন্দরমহলে নানা গুঞ্জন আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ০৩:৪৯
Share:

ছবি: সংগৃহীত।

দু’জনেই ছিলেন দিল্লির ভোটার। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দু’জনেই হয়ে গেলেন এ রাজ্যের ভোটার। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। মুকুলবাবুর নাম উঠেছে বীজপুর বিধানসভার ভোটার তালিকায়। যেখানে তাঁর বাড়ি। আর স্বপনবাবুর নাম রয়েছে বালিগঞ্জ বিধানসভার ভোটার তালিকায়। সেখানে তাঁর বাড়ি।

Advertisement

তাৎপর্যপূর্ণ হল, বিধানসভা ভোটের আগে রাজ্যে স্বপনবাবুর সক্রিয়তা নিয়ে বিজেপির অন্দরমহলে নানা গুঞ্জন আছে। বিজেপি সূত্রের খবর, অমিত শাহের নির্দেশে লোকসভা ভোটের আগে থেকে ধীরে ধীরে এ রাজ্যে সক্রিয় হয়েছেন স্বপনবাবু। লোকসভা ভোটের আগে রাজ্যের জেলাগুলিতে ঘুরে ঘুরে শিক্ষিত, সচেতন মানুষের মধ্যে বিজেপির প্রভাব বিস্তারের কাজ করতেন তিনি। এ বারও বিধানসভা ভোটের আগে অনেক দিন ধরেই তিনি সে কাজ করছেন। কিন্তু স্বপনবাবুর কলকাতায় বাড়ি থাকলেও দীর্ঘ দিন ধরেই দক্ষিণ দিল্লির বাসিন্দা হওয়ার সুবাদে সেখানকারই ভোটার ছিলেন তিনি। এ বার তিনি বালিগঞ্জের ভোটার হওয়ায় তাঁকে নিয়ে জল্পনা বাড়তে পারে। তিনি কি এ রাজ্যে বিধানসভা ভোটে লড়বেন? স্বপনবাবু বলেন, ‘‘কেন? এখানে আমার বাড়ি আছে। আমি ভোটার হিসাবে তালিকায় নাম তুলেছি।’’

মুকুলবাবু অবশ্য দিল্লির ভোটার হয়েছিলেন ২০১৭ সালে। তার আগে তৃণমূলে থাকাকালীন তিনি ছিলেন তৃণমূল ভবন যে এলাকায় পড়ে, সেই কসবার ভোটার। তিনি কি বিধানসভা ভোটে প্রার্থী হবেন? মুকুলবাবু বলেন, ‘‘না। ভোট দেব। বিজেপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করব।’’

Advertisement

আরও পড়ুন: মমতা-অভিষেকে আস্থা জানিয়ে সপরিবার গোয়া চললেন শতাব্দী

আরও পড়ুন: শুভেন্দুকে কোন পদ দেবে বিজেপি? আলোচনা শুরু গেরুয়া শিবিরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন