শুভেন্দুই এগিয়ে, মন্তব্য মুকুলের

আমাদের পরের জেনারেশনের মধ্যে শুভেন্দু সর্বাগ্রে এগিয়ে।’’ তিনি জানান, এর কারণ নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলনে তাঁদের একটা ভূমিকা রয়েছে। তৃণমূলের থার্ড, ফোর্থ জেনারেশনও তৈরি আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ০১:০৫
Share:

ভোটপ্রচার: মিছিলে মুকুল রায়

দলের পরবর্তী প্রজন্মের মধ্যে শুভেন্দু অধিকারীই সর্বাগ্রে এগিয়ে। বৃহস্পতিবার পাঁশকুড়ায় পুরভোটে দলের প্রচারে এসে এমনই মন্তব্য করেন তৃণমূল সাংসদ তথা দলের সহ সভাপতি মুকুল রায়। পুরভোটের প্রচারে এ দিন বিকেলে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলে হাঁটেন মুকুলবাবু। মিছিলে ছিলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। মিছিলের শেষে স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে সভায় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে মুকুলবাবু বলেন, ‘‘তৃণমূলের কিন্তু পরবর্তী জেনারেশন তৈরি। দিদির নেতৃত্বে আমরা একটা জেনারেশন। আমার প্রায় ৬২ বছর বয়স। আমাদের পরের জেনারেশনের মধ্যে শুভেন্দু সর্বাগ্রে এগিয়ে।’’ তিনি জানান, এর কারণ নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলনে তাঁদের একটা ভূমিকা রয়েছে। তৃণমূলের থার্ড, ফোর্থ জেনারেশনও তৈরি আছে।

Advertisement

এদিন বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘একটা রাজনৈতিক দল মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনের সৃষ্টি করছে। ধর্মনিরপেক্ষতায় আঘাত করছে। ধর্মনিরপেক্ষতা রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন। সেই লড়াইয়ে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।’’ পরে মুকুলবাবু জানান, জ্বর থাকায় শুভেন্দু কিছুটা দেরিতে আসবেন। মুকুলবাবু চলে যাওয়ার পর সভায় পৌঁছন শুভেন্দুবাবু ও শিশির অধিকারী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement