বোর্ড হল কামারহাটিতে

অবশেষে কামারহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান পারিষদদের নাম ঘোষণা হল। বুধবার বিকেলে ওই পদে নাম ঘোষণা করেন উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা নেতৃত্ব। ভাইস চেয়ারম্যান হয়েছেন তুষার চট্টোপাধ্যায়। পাঁচ চেয়ারম্যান পারিষদ হলেন কালামউদ্দিন আনসারি, সমীরণ দাস, নবীন ঘোষাল, বিশ্বজিৎ সাহা ও বিমল সাহা। স্থানীয় রাজনৈতিক সূত্রের খবর, এই নাম ঘোষণাতেও এলাকার বিধায়ক তথা মন্ত্রী জেলবন্দি মদন মিত্রের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০২:৪২
Share:

অবশেষে কামারহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান পারিষদদের নাম ঘোষণা হল। বুধবার বিকেলে ওই পদে নাম ঘোষণা করেন উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা নেতৃত্ব। ভাইস চেয়ারম্যান হয়েছেন তুষার চট্টোপাধ্যায়। পাঁচ চেয়ারম্যান পারিষদ হলেন কালামউদ্দিন আনসারি, সমীরণ দাস, নবীন ঘোষাল, বিশ্বজিৎ সাহা ও বিমল সাহা। স্থানীয় রাজনৈতিক সূত্রের খবর, এই নাম ঘোষণাতেও এলাকার বিধায়ক তথা মন্ত্রী জেলবন্দি মদন মিত্রের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

Advertisement

অন্য দিকে, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পরিষদ গঠনে আজ, বৃহস্পতিবার ওই এলাকার নেতা, বিধায়ক, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। বরাহনগর এবং দমদমে চেয়ারম্যান পরিষদ গঠন এখনও বাকি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement