State news

ডোমকলে যথেচ্ছ সন্ত্রাস, প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের, ভোট সন্ত্রাস রায়গঞ্জেও

কোথাও প্রকাশ্য রাস্তায় বোমাবাজি, তো কোথাও সকলের সামনে দিয়েই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। তার উপর ভোটারদের হুমকি, বুথে ঢুকতে বাধা তো রয়েইছে। রবিবার সকালে রাজ্যের সাত পুরসভার ভোটের দৃশ্যটা ঠিক এরকমই। উত্তেজনার মধ্যেই শুরু হল রাজ্যের পুরভোট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ০৮:৩৭
Share:

প্রতীকী ছবি।

কোথাও প্রকাশ্য রাস্তায় বোমাবাজি, তো কোথাও সকলের সামনে দিয়েই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। তার উপর ভোটারদের হুমকি, বুথে ঢুকতে বাধা তো রয়েইছে। রবিবার সকালে রাজ্যের সাত পুরসভার ভোটের দৃশ্যটা ঠিক এরকমই।

Advertisement

উত্তেজনার মধ্যেই শুরু হল রাজ্যের সাত পুরসভার ভোট। এই সাত পুরসভার মধ্যে পাহাড়ে রয়েছে ৪টি পুরসভা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং মিরিক। আর সমতলে রয়েছে তিনটি পুরসভা। রায়গঞ্জ, পূজালি এবং ডোমকল। ডোমকলে প্রথমবার এই পুরভোট হচ্ছে। কোন বুথে কী কী হয়েছে?

Advertisement

• বিকেলে নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেস।

• তাণ্ডবের জেরে ডোমকল থেকে প্রার্থী প্রত্যাহার করে নিল কংগ্রেস।

• রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। কোনও হতাহতের খবর না থাকলেও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভয়ে অনেক ভোটারই বুথে আসছেন না।

• পূজালির ৯ নম্বর ওয়ার্ডে বোমাবাজি হয়েছে বলে খবর। ২০ থেকে ২৫ টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অনেকগুলি বাইকে চেপে এসে দুষ্কৃতীরা এই বোমাবাজি করে চম্পট দেয়। এর পরে বুথে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে।

• ডোমকলের ১৫ নম্বর ওয়ার্ডে এক জোট সমর্থককে মারধর করার ্অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ৬ নম্বর ওয়ার্ডে সিপিএমের পোলিং এজেন্টকে মেরে পা ভেঙে দেওয়ার ্অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

• রায়গঞ্জের ১৮ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জ করোনেশন স্কুল বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে শাসকদল আর জোট সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

• রায়গঞ্জের ২৪ নম্বর ওয়ার্ডে কলেজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুথের বাইরে বোমাবাজি। এর পিছনেও তৃণমূলের হাত রয়েছে বলে কংগ্রেসের অভিযোগ।

• রায়গঞ্জে ২৬ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা। ১৩ এবং ৬ নম্বর ওয়ার্ডে পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা। এগুলো সবই তৃণমূলের কর্মীরা করেছে বলে অভিযোগ করে কংগ্রেস।


মামুদপুরের একটি বুথে

• ডোমকলের দক্ষিণনগরে প্রকাশ্যেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা যায় কয়েকজন দুষ্কৃতীকে। বিরোধীদের অভিযোগ দুষ্কৃতীরা শাসকদলের ঘনিষ্ঠ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আতঙ্কে ভোট না দিয়ে ফিরলেন বহু ভোটার।

• রঘুমাথপুরে বুথের মধ্যেই মারপিট শুরু করে দেন কয়েকজন। বেশ কিছু ক্ষণ থমকে যায় ভোটগ্রহণ পক্রিয়া।

• মুর্শিদাবাদের ডোমকলের ৮ নম্বর ওয়ার্ডে ভোট এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। বিজেপির এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি।

দেখুন ভিডিও:

• ডোমকলের মামুদপুরে ১৬ নম্বর ওয়ার্ডে বোমবাজি হয়। বুথের কাছেই এই বিস্ফোরণ। এলাকায় উত্তেজনা রয়েছে।

• শনিবার রাতে ডোমকলে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের শাসানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী ভোটার কার্ডও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: শাসকের শক্তিপরীক্ষা, ৭ পুরসভায় আজ ভোট

• ডোমকলের ১৫ নম্বর ওয়ার্ডে বুথের মধ্যেই তৃণমূল প্রার্থী এবং নির্দল প্রার্থীর এজেন্টের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

• ডোমকল এবং রায়গঞ্জে সাংবাদিকদেরও কাজে বাধা দেওয়া হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

• তবে সমতলের থেকে পাহাড়ে ভোট তুলনামূলক শান্তিপূর্ণ হচ্ছে। সেখানে এখনও পর্যন্ত এমন কিছু পরিস্থিতি তৈরি হয়নি বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন