Murder

লাঠি ও রড দিয়ে পিটিয়ে খুন পূর্ব বর্ধমানে, অভিযুক্ত তৃণমূল নেতা

পূর্ব বর্ধমানে খুনে অভিযুক্ত তৃণমূল নেতা। লাঠি ও রড দিয়ে পুরনো বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ কেতুগ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ১৪:২৭
Share:

প্রতীকী ছবি। ছবি সৌজন্যে পিক্সা-বে।

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে একটি খুনের ঘটনায় নাম জড়াল তৃণমূল নেতার। বুধবার সন্ধ্যায় নূর ইসলাম শেখ (৩২) নামে ওই ব্যাক্তিকে লাঠি রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা খোকন শেখ। মৃতের পরিবারের অভিযোগ, বুধবার সন্ধ্যায় বাজারের কাছেই বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল নূর ইসলাম। সেইসময় আচমকা বাইকে চেপে দলবল নিয়ে এসে খোকন শেখ হামলা করে। তাদের হাতে লাঠি, রড ও আগ্নেয়াস্ত্র ছিল। রড ও লাঠি দিয়ে মারধর করা হয় নূর ইসলাম শেখ এবং তাঁর সঙ্গীদের।

কুলুট গ্রামের তৃণমূল নেতা খোকন শেখের পুরানো বিবাদ ছিল নূরের। অনেকদিন আগে নূরের বাইকের ধাক্কায় খোকনের বাইকের টুলবক্স ভেঙে যায়। তবে মেলেনি ক্ষতিপূরণ। সেই রাগ থেকেই খোকন হামলা চালিয়েছে বলে অভিযোগ।।

Advertisement

হামলায় গুরুতর জখম হন প্রত্যেকেই। তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে নূরের অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় নূরের। ক্ষতিপূরণের টাকা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলেরই দুই গোষ্ঠীর বিবাদে এই খুন বলেও একদল অভিযোগ করেছে।

আরও খবর:‘খেলা দেখতে যাব’ বলে বেরিয়ে দুই যুবক খুন নদিয়ায়

ভিড়ের চাপ, বিশৃঙ্খলা শাহের জোড়া সভায়​

সমঝোতা ভুলে যান, সরাসরি সঙ্ঘাত তৃণমূলের সঙ্গেই, দলকে স্পষ্ট বার্তা অমিত শাহের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement