Nabanna Abhijan

নবান্ন অভিযানে স্তব্ধ হাওড়া ময়দান, কোর্টে পরিবেশকর্মী

অবৈজ্ঞানিক ভাবে বেড়ে চলা হাওড়া শহরে জনজীবন বিপর্যস্ত। অভিযোগ, বেআইনি টোটোর চাপে হাঁটা যায় না। সেই সঙ্গে রয়েছে জল জমার সমস্যা, অবৈধ পার্কিং, হকারদের দাপট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০৬:৩৪
Share:

কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নবান্ন অভিযানের নাম করে হাওড়া শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দান বার বার স্তব্ধ করে দেওয়ার প্রতিবাদে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। গত সপ্তাহে মঙ্গলাহাট বন্ধ করে নবান্ন অভিযানের প্রতিবাদে হাই কোর্টে যান হাট ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সুভাষ দত্ত রাজ্যের মুখ্যসচিব থেকে হাওড়ার নগরপাল, সকলকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন, নবান্ন অভিযান রুখতে ব্যারিকেড করা, তা সরানো এবং পুলিশ মোতায়েনের জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে। তাঁর দাবি, এই খরচ আন্দোলনকারীদের থেকে আদায় করা হোক।

এমনিতেই অবৈজ্ঞানিক ভাবে বেড়ে চলা হাওড়া শহরে জনজীবন বিপর্যস্ত। অভিযোগ, বেআইনি টোটোর চাপে হাঁটা যায় না। সেই সঙ্গে রয়েছে জল জমার সমস্যা, অবৈধ পার্কিং, হকারদের দাপট। সুভাষ দত্তের অভিযোগ, এর উপরে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন হাওড়ায় স্থানান্তরিত হওয়ার পরে দেখা দিয়েছে বাড়তি ঝঞ্ঝাট। বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের একের পর এক নবান্ন অভিযানের জেরে হাওড়া সেতু, জিটি বোড, ফোরশোর রোড, কোনা এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা সারা দিন থাকছে বন্ধ। চলতে পারছে না অ্যাম্বুল্যান্সও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন