India-Pakistan Tension

ভারত-পাক উত্তেজনার আবহে কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার, বিজ্ঞপ্তি নবান্নের

নবান্নের নির্দেশিকার পরেই পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এই মর্মে সমস্ত দফতরের বিভাগীয় আধিকারিকদের বার্তাও দিয়েছেন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৬:৩৯
Share:

ছুটি বাতিলের নির্দেশিকা নবান্নের। ছবি: সংগৃহীত।

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এ বার সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে বি়জ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

Advertisement

নবান্নের নির্দেশিকায় আরও বলা হয়েছে, আগে থেকে যাঁরা ছুটি নিয়ে রেখেছিলেন, তাঁদের ছুটিও বাতিল করতে হবে। কেবলমাত্র যাঁরা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন, তাঁদের ছুটি বহাল থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না।

নবান্নের নির্দেশিকার পরেই পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এই মর্মে সমস্ত দফতরের বিভাগীয় আধিকারিকদের বার্তাও দিয়েছেন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত রাতের বেলা যে কোনও রকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের। ত্রিপল-সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলা সামগ্রী এবং ত্রাণের জন্য চাল, ডাল, শুকনো খাবার ইত্যাদি প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে নতুন করে সংগ্রহ করে রাখতে হবে। ২৪ ঘন্টা খোলা রাখতে হবে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম। আধিকারিকদের সব সময়ের জন্য কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে। এ ছাড়া, টালা ট্যাঙ্ক-সহ কলকাতা পুরসভার সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বরিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সব সময় অন রাখতে হবে। রাতেও যেন মোবাইল বন্ধ না করা হয়, এমনই নির্দেশ কলকাতা পুরসভার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement