Medical Bill of Govt. Employees

সরকারি কর্মী, আধিকারিক এবং অবসরপ্রাপ্তদের মেডিক্যাল বিলের টাকা পাওয়া সহজ করল নবান্ন, জারি হল বিজ্ঞপ্তি

এই পরিবর্তনের ফলে বহু পেনশনভোগী ও কর্মরত, যাঁরা কাগজপত্র জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তেন, এ বার সহজেই সরকারি সাহায্য পাবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:২৪
Share:

—প্রতীকী ছবি।

সরকারি কর্মীদের চিকিৎসা খরচ উসুল করার পদ্ধতি কিছুটা সহজ করল রাজ্য সরকার। এত দিন রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসার খরচ ফেরত পেতে একটি নির্দিষ্ট ফর্ম (অ্যানেক্সচার-১)পূরণ করতে হত। কিন্তু সম্প্রতি রাজ্য সরকার একটি নতুন আদেশনামার মাধ্যমে সেই বাধ্যবাধকতা তুলে দিয়েছে। এখন থেকে শুধুমাত্র চিকিৎসার বিল ও প্রেসক্রিপশন জমা দিলেই মিলবে চিকিৎসা বাবদ খরচের অর্থ। এর ফলে উপকৃত হবেন লক্ষাধিক কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাঁদের পরিবার।

Advertisement

নতুন নির্দেশ অনুযায়ী, এপিডি ট্রিটমেন্টের ক্ষেত্রেও আর অ্যানেক্সচার-১ ফর্ম পূরণ করার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র সংশ্লিষ্ট চিকিৎসা সংক্রান্ত বিল এবং প্রেসক্রিপশন যথাযথ ভাবে দাখিল করলেই প্রাপ্য অর্থ পাওয়া যাবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে কর্মচারীদের হয়রানি ও প্রশাসনিক জটিলতা অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে।

এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক। তিনি জানান, বহু দিন ধরে এই দাবিতে বিভিন্ন ফেডারেশন আন্দোলন ও আলোচনা চালিয়ে যাচ্ছিল। অবশেষে সরকারের এই মানবিক পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। রাজ্য অর্থ দফতর এবং স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এই নতুন নিয়ম কার্যকর হলে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে বলেও মত সংশ্লিষ্ট মহলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement